ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১২ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৫৭, ১২ আগস্ট ২০২৫
অবশেষে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

দীর্ঘ নয় বছরের প্রেমালাপ, চারটি সন্তান, অসংখ্য স্মৃতি আর অগণিত মুহূর্তের পর অবশেষে ভালোবাসাকে নতুন অধ্যায়ে নিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জীবনের সুখ-দুঃখের অবিচ্ছেদ্য সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা।

২০১৬ সালের এক শীতের বিকেল। মাদ্রিদের একটি গুচি শোরুমে ক্রেতা রোনালদো আর বিক্রয়কর্মী জর্জিনার প্রথম দেখা। সেই ক্ষণিক পরিচয় ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে। গোপন ডেটিং থেকে শুরু করে প্রকাশ্যে একসঙ্গে উপস্থিত হওয়া, সবই যেন রূপকথার মতো। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে প্রথমবার হাত ধরে জনসম্মুখে আসেন তারা। একই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলানা মার্তিনা। ২০২২ সালে আবারও বাবা-মা হন, কন্যা বেলা এস্মেরলাদার জন্মে। তবে সেই আনন্দের দিনেই হারান যমজ সন্তানের একজনকে। যা তাদের জীবনে গভীর দুঃখের স্মৃতি হয়ে আছে।

আরো পড়ুন:

সব উত্থান-পতনে রোনালদোর পাশে থেকেছেন জর্জিনা। একইসঙ্গে তিনি গড়ে তুলেছেন নিজের ক্যারিয়ার, হয়েছেন ফ্যাশন আইকন ও বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। তবে এত দীর্ঘ সম্পর্কেও বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় ভক্তদের মনে ছিল একরাশ অপেক্ষা ও প্রশ্ন।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান। সোমবার (১১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে হাতে হীরার আংটি পরা ছবি শেয়ার করেন জর্জিনা। ক্যাপশনে লিখেন— “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জন্মেই।”
ছবিটি তোলা হয়েছে সৌদি আরবের রিয়াদে, যেখানে রোনালদো বর্তমানে আল-নাসরের হয়ে খেলছেন।

এখন প্রশ্ন একটাই, কবে হবে সেই রাজকীয় বিয়ে? ভক্তরা নিশ্চিত, ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় বিবাহোৎসবের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়