ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমবাপ্পের ঝলকে মৌসুম শুরুর আগে রিয়ালের দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১৩ আগস্ট ২০২৫  
এমবাপ্পের ঝলকে মৌসুম শুরুর আগে রিয়ালের দুর্দান্ত জয়

গত মৌসুমে শিরোপাহীন বছর কাটানো রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে ফিরেছে নতুন উদ্দীপনায়। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে থেমে যাওয়া দলটি এবার জাবি আলোনসোর অধীনে ট্রফি ঘরে তোলার মিশন শুরু করেছে জাঁকজমকপূর্ণ জয় দিয়ে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে অস্ট্রিয়ার টিভোলি স্টেডিওনে প্রস্তুতিমূলক একমাত্র ম্যাচে ডব্লিউএসজি তিরোলকে ৪–০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোস। ম্যাচের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোলের সঙ্গে আক্রমণভাগে ছিলেন নিরন্তর হুমকি। বাকি দুটি গোল এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও ও ফরোয়ার্ড রদ্রিগোর পা থেকে।

আরো পড়ুন:

নতুন মৌসুমের প্রস্তুতি ম্যাচেই সুযোগ পেয়েছেন রিয়ালের গ্রীষ্মকালীন তিন সাইনিং— ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন এবং আলভারো ক্যারেরাস। মাত্র ১০ মিনিটেই মিলিতাওয়ের হেডে এগিয়ে যায় অতিথিরা। তিন মিনিট পর তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলারের নিখুঁত পাস থেকে এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২–০ তে।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস পেয়ে এমবাপ্পে আবারও বল জালে পাঠান। ৭১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ এলেও স্বাগতিক গোলরক্ষক তার প্রচেষ্টা রুখে দেন। ম্যাচের ৮২তম মিনিটে বদলি হিসেবে নামা রদ্রিগো এমবাপ্পের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস বিনিময়ের পর স্কোরলাইন দাঁড় করান ৪–০ তে।

এই জয় দিয়ে প্রাক-মৌসুমের সংক্ষিপ্ত প্রস্তুতি শেষ করল রিয়াল। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে ব্যর্থতার পর গত ৪ আগস্ট তারা অনুশীলনে ফেরে। আগামী ১৯ আগস্ট লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ২০২৫–২৬ মৌসুমের আসল পরীক্ষা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়