ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজের খেলার উন্নতির জন‌্য লেভেল-২ কোচিং কোর্স কমপ্লিট আকবরের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ২১:৪৮, ১৬ আগস্ট ২০২৫
নিজের খেলার উন্নতির জন‌্য লেভেল-২ কোচিং কোর্স কমপ্লিট আকবরের

যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশ ‘এ’ দল গিয়েছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। এর আগে তাদের ক‌্যাম্প হয়েছে চট্টগ্রামে। সঙ্গে বিসিবির হাই পারফরম‌্যান্স ইউনিটের ক‌্যাম্পও চলেছে। কোথাও ছিলেন না আকবর।

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে নিজের ব‌্যক্তিগত ছবি পোস্ট করে আকবর ধারনা দিয়েছিলেন, স্ত্রীকে নিয়ে যুক্তরাজ‌্যে অবস্থান করছেন। তাই ক্রিকেট থেকে দূরে। তবে ক্রিকেট থেকে তিনি দূরে ছিলেন না।

ফাঁকা সময়ে নিজের ক্রিকেট দক্ষতা বাড়ানো এবং খেলার গভীরতা সম্পর্কে ধারণার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে লেভেল-২ কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন আকবর। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে আকবর এই খবর নিশ্চিত করেছেন।

লেভেল-২ সার্টিফিকেটের ছবি পোস্ট করে আকবর লিখেছেন, ‘‘আমি সবসময়ই খুব ছোটবেলা থেকেই এটা করতে চেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও বেড়ে উঠতে সাহায্য করবে। এই কোর্সটি সম্পন্ন করার জন্য বিসিবি এবং ইসিবির সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।’’

আগামী মাসে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসর। এর আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে। ২২টি প্রথম শ্রেণি, ৯২টি লিস্ট ‘এ’ ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা আকবরকে দেশে ফিরতে হবে শিগগিরিই।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়