ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাটিং ব্যর্থতায় ফের হার বাংলাদেশ ‘এ’ দলের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৩৬, ১৭ আগস্ট ২০২৫
ব্যাটিং ব্যর্থতায় ফের হার বাংলাদেশ ‘এ’ দলের

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দল ফের হারের তিক্ত স্বাদ পেল। এবার সোহান, নাঈম, আফিফদের হারাল পার্থ স্করচার্স একাডেমি। রোববার (১৭ আগস্ট) বিকেলে ডারউইনে পার্থ স্করচার্স ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।

পাকিস্তান শাহীনসের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ে ফেরে। একদিনের ব্যবধানে তৃতীয় ম্যাচে আবার হারের দেখা পেল বাংলাদেশ ‘এ’ দল।

আরো পড়ুন:

লো স্কোরিং ম্যাচে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৯ উইকেটে মাত্র ১২৩ রান করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটি। জবাবে পার্থ স্করচার্স ১২ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে।

আফিফ হোসেন বাদে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই এদিন ভালো করতে পারেননি। ৪৯ বলে ৪ বাউন্ডারিতে ৪২ রান করে অপরাজিত ছিলেন আফিফ। এছাড়া ১৬ রান করেন রাকিবুল। ১৪ রানের দুটি ইনিংস আসে সোহান ও মৃতুঞ্জয়ের ব্যাট থেকে।

আগের দিন ঝড়ো ব্যাটিং করা জিসান আলম থেমে যান মাত্র ৯ রানে। ব্যাটিং ব্যর্থতায় ঘুরপাক খাওয়া মোহাম্মদ নাঈম ৫ রানের বেশি করতে পারেননি। আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ১ রান আসে তার ব্যাট থেকে।

পার্থের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন ব্রায়াস জনসন। ২ উইকেট পেয়েছেন আলবার্ট এস্টারহুইসেন।

জবাব দিতে নেমে পার্থের শুরুটা ভালো ছিল না। ১১ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। ফেরান বেক্সটার হোল্টকে। সেখান থেকে জায়ডেন গুডউইন ও টিয়াগ উইলি প্রতিরোধ গড়েন। দলকে ৩৬ রান পর্যন্ত নিয়ে যান।

কিন্তু ফিফটি ছোঁয়ার আগেই তারা ২ উইকেট হারায় এবং ৬৯ রানে আরেক ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। তখন মনে হচ্ছিল বোলাররা ম্যাচ জমিয়ে দেবেন। কিন্তু তাতে বাধা হয়ে আসেন জোয়েল কুর্টিস। তার অপরাজিত ৪৪ ও ম্যাথু স্পুরের ২৪ রানে পার্থ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম ও রাকিবুল ২টি করে উইকেট নেন। ১ উইকেট পেয়েছেন হাসান।

১৯ আগস্ট একই মাঠে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নর্থান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়