ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমবাপ্পের গোলে রিয়ালের কষ্টার্জিত জয়, আলোনসোর শুরুর হাসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ১২:২৯, ২০ আগস্ট ২০২৫
এমবাপ্পের গোলে রিয়ালের কষ্টার্জিত জয়, আলোনসোর শুরুর হাসি

এক মৌসুম শিরোপাশূন্য কাটানোর পর নতুন কোচ জাবি আলোনসোর হাত ধরে নতুন যাত্রা শুরু করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার প্রথম ম্যাচেই জয় পেলেও সেটি এসেছে বেশ কষ্টে।

রবিবার দিবাগত রাতে (১৯ আগস্ট) ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্লাবের নতুন ১০ নম্বর, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচেই দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি।

আরো পড়ুন:

পুরো ম্যাচজুড়ে প্রায় একচেটিয়া আধিপত্য দেখায় রিয়াল। বল দখলে ছিল তাদের পক্ষে ৭১ শতাংশ, শট নেয় ১৮টি। তবে ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরার দৃঢ়তায় বেশ কয়েকবার আটকে যায় রিয়ালের আক্রমণ। ডিন হুইজসেন ও এদার মিলিতাওয়ের শটও তার গ্লাভস ভেদ করতে পারেনি।

অপেক্ষার প্রহর শেষ হয় দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে এমবাপ্পেকে বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ভিএআর যাচাইয়ের পরেও সেটি বহাল থাকে। ঠান্ডা মাথার স্পটকিকে গোল আদায় করে নেন ফরাসি ফরোয়ার্ড। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই গত আসরের সর্বোচ্চ গোলদাতা তার নাম তুললেন স্কোরশিটে।

ম্যাচে কোচ আলোনসো দুই তরুণ খেলোয়াড়কে অভিষেকের সুযোগ দেন, মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও ডিফেন্ডার আনহেল কারেরাস। বিশেষ করে মাত্র ১৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারের খেলায় ভবিষ্যতের সম্ভাবনার আভাস মিলেছে।

শেষ দিকে আর্দা গুলারের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়। ওসাসুনারও সমতায় ফেরার সুযোগ ছিল। কিন্তু নির্ধারিত সময় শেষে ইনজুরি সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আবেল ব্রিটনেসকে। ফলে শেষ মিনিটগুলোতে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেন আলোনসো। নতুন মৌসুমের প্রথম ম্যাচে পাওয়া জয়ে হাসি ফুটেছে রিয়ালের মুখে। যদিও সেটি এসেছে ঘাম ঝরানো লড়াইয়ের পর।

লিগে পরের ম্যাচে সোমবার রিয়েল অভিয়েদোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়