ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেভান্তের মাঠে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৪ আগস্ট ২০২৫  
লেভান্তের মাঠে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় বার্সেলোনার

লা লিগার নতুন মৌসুমে আরও একটি জয় তুলে নিলো শিরোপাধারী বার্সেলোনা। সিউদাদ দে ভ্যালেন্সিয়ার গ্যালারিতে শনিবার (২৩ আগস্ট) রাতে ভরপুর নাটক মঞ্চস্থ হলো। যেখানে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে দারুণ প্রত্যাবর্তনের জয় তুলে নেয় কাতালানরা।

প্রথমার্ধটা ছিল একপাক্ষিক। বল দখলে প্রায় পুরোটা সময় নিয়ন্ত্রণ করলেও (৮৫% পজেশন) গোলের খাতাই খুলতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা। বরং লেভান্তেই সবার আগে ঝটকা দেয়। ম্যাচের ১৫ মিনিটে ইভান রোমেরো স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে (৪৫+৭ মিনিট) ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে হোসে লুইস মোরালেস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

আরো পড়ুন:

বিরতির পর মাঠে নেমে সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা মেলে বার্সেলোনার। শুরুতেই লড়াইয়ে ফেরান পেদ্রি। ৪৯ মিনিটে তার দুর্দান্ত দূরপাল্লার শট লেভান্তের জালে কাঁপন তোলে। মাত্র তিন মিনিট পর রাফিনহার নিখুঁত ক্রস থেকে ফেরান তোরেসের ভলি স্কোরলাইন সমতায় নিয়ে আসে। ম্যাচ তখন দাঁড়ায় ২-২।

শেষ দিকে লেভানদোভস্কিকে নামানো হলেও গোলের দেখা পাননি পোলিশ তারকা। তবে হতাশ করেননি তরুণ লামিন ইয়ামাল। তিনি চমক দেখান। যোগ করা সময়ের প্রথম মিনিটে তার বাড়ানো ক্রস ডিফেন্ডার উনাই এলহেসাবেলের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে জালে জড়ায়। সেই গোলেই নিশ্চিত হয় বার্সার নাটকীয় জয়।

টানা দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। বিপরীতে মৌসুমের প্রথম দুই ম্যাচেই হারের হতাশায় ডুবলো লেভান্তে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়