ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য দৃশ্য: এক বলেই ২২ রান!
ক্রিকেটের ইতিহাসে অদ্ভুত সব ঘটনা নতুন কিছু নয়। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এক ম্যাচে যা ঘটল, তা যেন সবকিছুকেই ছাড়িয়ে গেল। মঙ্গলবার (২৬ আগস্ট) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংসের লড়াইয়ে এক বল থেকে উঠল অবিশ্বাস্য ২২ রান!
ঘটনার নায়ক গায়ানার অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ইনিংসের ১৫তম ওভারে সেন্ট লুসিয়ার বোলার ওশানে থমাসের বিপরীতে ব্যাট করতে নামেন তিনি। সেই ওভারেই থমাসের পা বারবার ক্রিজের বাইরে যাওয়ায় একের পর এক ‘নো বল’ ডাকে আম্পায়ার। সঙ্গে আসে একাধিক ‘ফ্রি হিট’। শেফার্ড সুযোগ কাজে লাগিয়ে একটানা তিনটি ছক্কা হাঁকান।
মাত্র একটি বৈধ বলে ওঠে ২২ রান। ডেলিভারির ক্রম ছিল- নো, ওয়াইড, নো+৬, নো+৬, ৬। ওই এক ওভারেই থমাস খরচ করেন ৩৩ রান।
শেফার্ড শেষ পর্যন্ত ৩৪ বলে ৭৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন, যেখানে ছিল ৫ চার ও ৭ ছক্কা। তার ঝোড়ো ব্যাটিংয়ে গায়ানা তোলে ৬ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ। তবে এতকিছুর পরও হাসি ফুটেনি গায়ানার মুখে। ১১ বল হাতে রেখে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুসিয়া কিংস।
এক বল থেকে ২২ রান ওঠার এই দৃশ্য ক্রিকেট ইতিহাসে বিরলই নয়, প্রায় অবিশ্বাস্য এক মুহূর্ত হয়ে রইল সিপিএলের মাঠে।
ঢাকা/আমিনুল