ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্রান্স দলে নতুন মুখ আকিউস, সুযোগ মেলেনি একিতিকের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৮ আগস্ট ২০২৫  
ফ্রান্স দলে নতুন মুখ আকিউস, সুযোগ মেলেনি একিতিকের

আগামী সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ঘোষণা করেছেন ২৩ সদস্যের স্কোয়াড। সেখানে জায়গা হয়েছে নতুন এক মুখের, মোনাকোর উইঙ্গার মাহনেস আকিউস। দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে।

তবে আলোচনায় ছিলেন লিভারপুল ফরোয়ার্ড হুগো একিতিকে। নতুন মৌসুমে নজরকাড়া সূচনা করলেও শেষ পর্যন্ত দেশমের পছন্দের তালিকায় ঠাঁই পাননি তিনি।

আরো পড়ুন:

আকিউসের অন্তর্ভুক্তি ফরাসি ফুটবলে ইতিবাচক চমক হিসেবে দেখা হচ্ছে। মোনাকোর হয়ে গত মৌসুমে ধারাবাহিক পারফর্ম করার পর নতুন মৌসুমেও ঝলক দেখাচ্ছেন তিনি। আর সেই পারফরম্যান্সই এনে দিল জাতীয় দলের ডাক।

এবারের দলে আরও জায়গা পেয়েছেন রায়ান শেরকি, যিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগে জুনে প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলে ডাক পেয়েছিলেন। পাশাপাশি রয়েছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, চুয়ামেনি, থিও হার্নান্দেজ, কুন্দের মতো অভিজ্ঞ নাম।

ফ্রান্স ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপে ৫ সেপ্টেম্বর পোল্যান্ডে ইউক্রেনের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর নিজেদের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে।

২৩ সদস্যের ফ্রান্স দল:
গোলরক্ষক: লুকাস শেভালিয়ে, মাইক মেনিয়ান ও ব্রিস সাম্বা।

ডিফেন্ডার: লুকাস ডিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা ও দাইওত উপামেকানো।

মিডফিল্ডার: দিজিরে দুয়ো, মানু কোনে, আদ্রিয়েন রাবি, অহেলিয়া চুয়ামেনি ও কেফরেন থুরাম।

ফরোয়ার্ড: মাহনেস আকিউস, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়