ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের আগে ডাচদের বিপক্ষের সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন লিটন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৩১, ২৮ আগস্ট ২০২৫
এশিয়া কাপের আগে ডাচদের বিপক্ষের সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন লিটন

এশিয়া কাপের প্রস্তুতিকে আরও দৃঢ় করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট সিলেটে শুরু হবে দুই দলের লড়াই। তবে তুলনামূলকভাবে প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো কারণ দেখছেন না অধিনায়ক লিটন দাস।

সংবাদ সম্মেলনে লিটন স্পষ্ট জানিয়ে দেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে জয়ের চেয়ে ভালো ক্রিকেট খেলাটাকেই তিনি দেখছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে। তার ভাষায়—

আরো পড়ুন:

“অবশ্যই যেকোনো ম্যাচ আমরা খেলি জেতার জন্যই খেলি। কিন্তু সামনে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আছে। সিলেটের কন্ডিশনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের সেখানে কাজে দেবে।”

তিনি মনে করেন, আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি ম্যাচই আলাদা চ্যালেঞ্জ, “নেদারল্যান্ডসও ভালো দল। হয়তো এ ধরনের কন্ডিশনে তারা কম খেলে, কিন্তু ভালো উইকেটে খেলার অভিজ্ঞতা তাদের যথেষ্ট। তাই তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।”

একই সঙ্গে লিটন জানিয়েছেন, সুযোগ পেলে কয়েকজন নতুন খেলোয়াড়কে পরীক্ষা করার পরিকল্পনাও আছে দলের। তবে তা জয়ের মানসিকতাকে ছাপিয়ে যাবে না।

হার-জিতকে স্বাভাবিকভাবে নেওয়ার কথাও মনে করিয়ে দেন টাইগার অধিনায়ক, “বাংলাদেশ আগেও বহু ম্যাচ হেরেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও তাতে অস্বাভাবিক কিছু নেই। কারণ ক্রিকেটে সবসময়ই দুই দলের একজন জিতবে, একজন হারবে। মূল বিষয় হলো— আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি।”

আগামী শনিবার থেকে শুরু হওয়া সিরিজ দিয়েই এশিয়া কাপ মিশনের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়