বিসিবি নির্বাচন অক্টোবরে
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হবে৷ সিলেটে সোমবার (০১ সেপ্টেম্বর) বোর্ডের ২১তম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রায় সোয়া দুই ঘণ্টার বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেন। বোর্ড সভায় ছয় পরিচালক সশরীরে উপস্থিত ছিলেন। দুই জন অনলাইনে যুক্ত হন।
‘‘অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের মাধ্যমে জানতে পারব। তবে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত।’’
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, শোনা যাচ্ছে, ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন নিয়ে নাজমুল আবেদীন যোগ করেন, ‘‘নির্বাচন কমিশন এখনো গঠন করা হয়নি। সেটা প্রেসিডেন্টের ওপর ছাড়া হয়েছে। নাম সুপারিশ করার জন্য। কিন্তু তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠিত হবে। আমার ধারনা ২-৩ দিনের মধ্যেই জানতে পারব।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল