ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিজ জয়ের পাশাপাশি বেঞ্চ পরীক্ষায় সফল হয়ে উচ্ছ্বসিত লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৫
সিরিজ জয়ের পাশাপাশি বেঞ্চ পরীক্ষায় সফল হয়ে উচ্ছ্বসিত লিটন

নেদারল‌্যান্ডসের বিপক্ষে দুটি ম‌্যাচই দারুণভাবে জিতেছে বাংলাদেশ। এক ম‌্যাচ হাতে রেখে সোববার নিশ্চিত করেছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম‌্যাচ বাংলাদেশ জিতেছিল ৮ উইকেট। আজ জিতল ৯ উইকেটে।

নেদারল‌্যান্ডসকে ১০৩ রানে আটকে দিয়ে ৪১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ম‌্যাচ জয়ের নায়ক হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। রিশাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া একাদশে ফেরা তানজিম হাসান সাকিবও পেয়েছেন ১ উইকেট।

আরো পড়ুন:

সিরিজ জয়ের আনন্দ তো লিটন দাসের আছেই। তবে তার কাছে বড় প্রাপ্তি একাদশের বাইরে যারা ছিলেন তারা ফিরে দারুণভাবে পারফর্ম করা এবং জয়ে অবদান রাখা। দলের বেঞ্চ পরীক্ষায় সফল হওয়ায় উচ্ছ্বসিত লিটন। 

পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘সিরিজের প্রথম ম্যাচ জেতাটা ভালো, কারণ এটি আপনাকে আপনার বেঞ্চ কতটা শক্তিশালী তা পরীক্ষা করার সুযোগ দেয়। আমরা তা করেছি, এবং এটি ফলপ্রসূ হয়েছে। এবং যেহেতু আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়ও।’’

‘‘আমরা ধারাবাহিকভাবে আমাদের দল গড়ে তোলার চেষ্টা করবো।  এটি একটি ভালো লক্ষণ যে যেই দলে আসুক না কেন, তারা তাদের কাজটি করে দেখাবে। দিনশেষে, আমরা যদি জিততে পারি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।" - যোগ করেন লিটন। 

সিরিজ জয় নিয়ে আলাদা করে লিটন বলেছেন, ‘‘একজন অধিনায়ক হিসেবে, আমি প্রতিটি সিরিজ জিততে চাই, কিন্তু প্রতিবারই তা সম্ভব নয়। সমস্ত কৃতিত্ব দলের। বোলারদের অসাধারণ প্রচেষ্টা ছিল। আমরা গত দুই সপ্তাহ ধরে এখানে একটি ক্যাম্প করছি, এবং তারা অনুশীলনে অতিরিক্ত প্রচেষ্টা করেছে।’’

বোলারদেরকে লিটন আলাদা কৃতিত্ব দিয়েছেন, ‘‘উইকেটে কিছুটা গ্রিপ ছিল, কিন্তু তারা সত্যিই ভালো বোলিং করেছে এবং তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তারা জানত কিভাবে উইকেটে বল করতে হয়, তাদের বৈচিত্র্য এবং সবকিছু দিয়ে। আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ কতটা ভালো, এমনকি নাসুম আহমেদ, যিনি খুব বেশি ম্যাচ খেলেননি, তিনিও এসে তার কাজ করেছেন। এটাই ভালো দিক।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়