ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের প্রস্তুতি কতটা আদর্শ হচ্ছে বাংলাদেশের?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:২২, ২ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের প্রস্তুতি কতটা আদর্শ হচ্ছে বাংলাদেশের?

কদিন পরই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। মহাদেশীয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে। শিরোপা জেতা হয়নি একবারও। এবার কী পারবে? দলের আশা, তারা ফাইনাল খেলা এবং শিরোপার জন্যই মাঠে নামবে। কিন্তু সেই প্রস্তুতি কি আদৌ হচ্ছে?

বাংলাদেশ নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলে প্রস্তুতি সারছে। সিলেটে হচ্ছে এই সিরিজ। কিন্তু এশিয়া কাপের প্রস্তুতি আসলেও হচ্ছে কি না তা নিয়ে সন্দেহ বাড়াচ্ছে। দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে এরই মধ্যে। প্রথম ম্যাচ ৮ উইকেটে, পরেরটি ৯ উইকেটে জিতে শিরোপা জিতেছে। কিন্তু দুই ম্যাচে কঠিন কোনো মুহূর্ত পায়নি বাংলাদেশ। নিজেদের সেরা একাদশ নিয়ে খেলে অনায়েসে ম্যাচ জিতেছে।

আরো পড়ুন:

নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলতে নেমে অনেক ছক হিসেব করেছে। টস জেতা, আগে বোলিং নেওয়া, শিশির ভাবনা, টিম কম্বিনেশনসহ আরো অনেক কিছু চিন্তা করেছে। কিন্তু ডাচদের বিপক্ষে খেলাতেও এমন চিন্তা করার প্রয়োজন ছিল কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। যদিও এশিয়া কাপের আগে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারত তা পিছিয়ে দেওয়ায় বাংলাদেশ নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায়।

আর্থিক দিক দিয়ে এই সিরিজ থেকে লাভ তো পরের কথা, খরচের টাকাও উঠছে না। আর্থিক ক্ষতি হচ্ছে বিসিবির। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে তাই অনেকটা তাড়াহুড়ো করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি আয়োজন করে বিসিবি।

বিসিবি সভাপতি মঙ্গলবার বলেছেন, ‘‘৫০ ওভারের খেলা হয়েছিল ২০২৩ সালে কলকাতায়, আমরা কিন্তু হেরেছিলাম। শক্তির ব্যাপারের থেকেও বড় ব্যাপার হচ্ছে প্রস্তুতি। এখানে ভারতের আসার কথা ছিল, আসেনি। আর্থিকভাবে আমরা কিন্তু কিছুটা ক্ষতিতে আছি এই ইভেন্ট নিয়ে, তারপরও এই ইভেন্ট আমরা করছি এজন্য যে, শ্রীলঙ্কা-পাকিস্তানের সঙ্গে আমরা খেললাম, এরপর গ্যাপটা না রাখার জন্য আমরা নেদারল্যান্ডসকে পেয়েছি, তাদেরকেই এনেছি।”

“আমরা ভালো ক্রিকেট খেলছি এই মুহূর্তে। সামনে এশিয়া কাপ ও ২০২৬ সালে যে বিশ্বকাপ হবে, সেই প্রক্রিয়ার থাকার পথে একটি আন্তর্জাতিক সিরিজ খেললাম এটি।” - যোগ করেন তিনি। 

দুটি ম্যাচেই বাংলাদেশ আগে ব্যাটিং করেছে। অথচ টস জিতে চাইলেই আগে ব্যাটিং নিয়ে বড় স্কোর করতে পারত। বোলারদেরও বড় স্কোরের বিপক্ষে বোলিংয়ে পরীক্ষায় ফেলত পারত। অথচ দল হেঁটেছে নিরাপদ পথে। যেখানে চ্যালেঞ্জ ছিল কম। প্রাপ্তিও তাই বড় আশা দেখাচ্ছে না। 

তবে আমিনুল ইসলাম দলের পরিকল্পনার কথাই বললেন বারবার, ‘‘(আগে) বোলিং-ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে দলীয় পরিকল্পনার ওপরে। এটা আন্তর্জাতিক খেলা, কেউ পরীক্ষা করতে চায় না। দলীয় পকিল্পনা আমরা জানি না। তবে বাইরে থেকে যেটা মনে হয় আর কী। আমাদের কোনো নির্দেশনা সেখানে থাকে না। আমরা চাই দল ভালো খেলুক। তাদের সর্বস্ব দিক এবং এবং ক্রমবর্ধমানভাবে উন্নতি করুক।”

“আজকে সকালেও প্রায় দুই ঘণ্টা বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মধ্যে অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি আমি। তাদের চিন্তার করার যে ক্ষমতা আছে… যেহেতু আমি নিজেও একজন ক্রিকেট কোচ, চেষ্টা করেছি চিন্তা করার ক্ষেত্রে তাদেরকে ‘আনলকড’ করার।”

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়