ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইতিহাস গড়লেন ব্রিটজকে, ওয়ানডেতে রেকর্ডের পর রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৪ সেপ্টেম্বর ২০২৫  
ইতিহাস গড়লেন ব্রিটজকে, ওয়ানডেতে রেকর্ডের পর রেকর্ড

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটজকে নিজের নাম লিখিয়েছেন ওডিআই ইতিহাসের সোনালি পাতায়। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি গড়েছেন অভূতপূর্ব রেকর্ড। তার প্রথম পাঁচ ইনিংসে টানা পাঁচটি হাফ-সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন ভারতের নবজ্যোত সিং সিধুর দীর্ঘদিনের রেকর্ড।

২৬ বছর বয়সী ব্রিটজকে এখন পর্যন্ত খেলেছেন পাঁচটি ওয়ানডে ম্যাচ। আর প্রতিটিতেই করেছেন ফিফটি প্লাস স্কোর— ১৫০, ৮৩, ৫৭, ৮৮ এবং সর্বশেষ আজ খেলেছেন ৮৫ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ব্যাটার অভিষেকের পর প্রথম পাঁচ ইনিংসে টানা এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি। পাশাপাশি, তিনি এখন অভিষেকের পর পাঁচ ম্যাচে সর্বোচ্চ রানের মালিকও।

আরো পড়ুন:

লর্ডসে আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্রিটজকে খেলেন ৭৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৮৫ রানের ইনিংস। এরপর জোফরা আর্চারের শিকারে পরিণত হন। তবে আউট হওয়ার আগে তিনি গড়ে দেন ১৪৭ রানের জুটি ট্রিস্টান স্টাবসের সঙ্গে, যখন দক্ষিণ আফ্রিকা ৯৩ রানেই ৩ উইকেট হারিয়ে ছিল চাপে।

ওপেনার আইডেন মার্করাম (৪৯) ও রায়ান রিকেলটন (৩৫) ভালো শুরু করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি। অধিনায়ক টেম্বা বাভুমা ব্যর্থ হয়েছেন মাত্র ৪ রানে। তবে ব্রিটজকের ব্যাট থেকে আসা ইনিংসের পর ট্রিস্টান স্টাবসের ৫৮, ডেওয়াল্ড ব্রেভিসের ৪২ ও করবিন বশের অপরাজিত ৩২ দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। তাতে ৮ উইকেট হারিয়ে তারা ৩৩০ রানের সংগ্রহ পায়।

ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন আদিল রশিদ।

প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা প্রোটিয়ারা আজ জিতলে নিশ্চিত হবে সিরিজ জয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়