ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৭ সেপ্টেম্বর ২০২৫  
দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট

ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট আবারও প্রমাণ করলেন কেন তাকে দলের ভরসা বলা হয়। দুর্দান্ত ফর্মে থাকা এই ডানহাতি ব্যাটার এবার একদিনের ক্রিকেটেও দেখালেন তার ক্লাসিক ব্যাটিং নৈপুণ্য।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ রোববার (০৭ সেপ্টেম্বর) তৃতীয় ওয়ানডেতে রুট খেললেন ঝকঝকে এক ইনিংস। মাত্র ৯৬ বলে ৬টি চারে পূর্ণ করলেন তার ১৯তম ওয়ানডে সেঞ্চুরি। এই সেঞ্চুরির সুবাদে তিনি ছুঁয়ে ফেললেন বাবর আজম, ব্রায়ান লারা ও মাহেলা জয়াবর্ধনের রেকর্ড। যাদের সবার নামের পাশে রয়েছে ১৯টি করে ওয়ানডে সেঞ্চুরি।

আরো পড়ুন:

একমাত্র ইংলিশ ব্যাটার হিসেবে তিনি আগেই ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন। নতুন এ মাইলফলক ছুঁয়ে রুটের আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৫৮।

তার ও জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে ভর করে তৃতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রান তুলেছে। জিততে দক্ষিণ আফ্রিকাকে করেত হবে ৪১৫ রান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়