ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১২ সেপ্টেম্বর ২০২৫  
ওমানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল পাকিস্তান

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ হারিসের ঝড়ো ফিফটির পরও তারা বড় সংগ্রহ পায়নি। ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৬০ রান। জিততে ওমানকে করতে হবে ১৬১ রান।

ব্যাট করতে নেমে পাকিস্তান ৪ রানেই সাইম আইয়ুবের উইকেট হারায়। গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি। সেখান থেকে শাহিবজাদা ফারহান ও হারিস ৮৫ রানের জুটি গড়ে বড় সংগ্রহের সম্ভাবনা জাগান। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা বড় সংগ্রহ পায়নি।

আরো পড়ুন:

হারিস ৪৩ বলে ৭টি চার ও ৩ ছক্কায় করেন ৬৬ রান। ফারহান ২৯ বলে ১ চারে করেন ২৯ রান। ফখর জামান ১৬ বলে ২ চারে করেন অপরাজিত ২৩ রান। আর মোহাম্মদ নওয়াজ ১০ বলে ৪টি চারে করেন ১৯ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে ওমানের  শাহ ফয়সাল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩টি ও আমির কালিম ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩টি উইকেট। ৩ ওভারে ২৩ রান দিয়ে ১টি উইকেট নেন মোহাম্মদ নাদিম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়