ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা টস জিতেছেন। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ টস হেরে ব্যাট করবে।

লিটন দাস অবশ্য টস হেরে ব্যাটিং পাওয়ায় খুশি হয়েছেন। জিতলে তিনি আগে ব্যাটিং নিতেন। বাংলাদেশ আজ একাদশে একটি পরিবর্তন এনেছে। আগের ম্যাচে খেলা তাসকিন আহমেদের পরিবর্তে খেলছেন শরীফুল ইসলাম। শ্রীলঙ্কা তিনজন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে। দলে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পেসার আছেন দুইজন।

আরো পড়ুন:

বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ:
পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।

প্রথম ম্যাচে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয় পেয়েছিল। আজকের ম্যাচে জয় পেলে তাদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়