ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপর্যয়ের পর লিটন-শামীম-জাকেরের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৫
বিপর্যয়ের পর লিটন-শামীম-জাকেরের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু দলীয় সংগ্রহে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

এরপর ১১ রানে তৃতীয়, ৩৮ রানে চতুর্থ ও ৫৩ রানেই হারিয়ে বসে পঞ্চম উইকেট। তখন মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় ১০০ রানের আগেই অলআউট হয়ে যাবে। কিন্তু না। শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী ও লিটনের ব্যাটে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। জিততে শ্রীলঙ্কাকে করতে হবে ১৪০ রান।

আরো পড়ুন:

একপ্রান্তে যখন উইকেটের মিছিল চলছিল, তখন অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন লিটন। কিন্তু দলীয় ৫৩ রানের মাথায় ২৬ বলে ৪টি চারে ২৮ রান করে আউট হন তিনি।

সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে ৬১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ পাইয়ে দেন শামীম ও জাকের। যা টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ষষ্ঠ উইকেট জুটিতে করেছিলেন ৮১ রান।

শুরুতে ধীরগতিতে খেলা জাকের আজ শেষ পর্যন্ত ৩৪ বলে ৩টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন। আর শামীম ৩৪ বলে ২ চারে অপরাজিত থাকেন ৪১ রানে।

বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। নুয়ান থুশারা ও দুশমান্থে চামিরা ৪ ওভারে ১টি মেডেনসহ ১৭টি করে রান দিয়ে ১টি করে উইকেট নেন। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়