ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুপার সাবদের জাদুতে আর্সেনালের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫  
সুপার সাবদের জাদুতে আর্সেনালের জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের শুরুটা হলো স্বপ্নের মতো। মাত্র ৩৬ সেকেন্ড মাঠে নামার পরই গোল করে দলকে এগিয়ে নিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। শেষ মুহূর্তে নিজেই আবার অ্যাসিস্ট করে নিশ্চিত করলেন দারুণ এক জয়। তাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করল মিকেল আর্তেতার শিষ্যরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সান মামেসের শত্রুভাবাপন্ন গ্যালারির সামনে আর্সেনাল যেন নিজেদের নতুন চেহারাই মেলে ধরল। ১৩২ দিন আগে পিএসজির কাছে সেমিফাইনালে বিদায় নিতে হয়েছিল। সেই দুঃখ ভুলিয়ে দিলো এ জয়।

আরো পড়ুন:

প্রথম গোল আসে ম্যাচের ৭২তম মিনিটে। লিয়ান্দ্রো ট্রোসার্ডের লং পাসে বল পেয়ে দারুণ গতিতে ছুটলেন মার্টিনেল্লি। মাথায় একবার ছোঁয়া, তারপর দ্রুত দু’বার বল কন্ট্রোল, আর শেষে গোলরক্ষক উনাই সিমনের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান তিনি।

শেষ দিকে আবারো মার্টিনেল্লির জাদু। ৮৭তম মিনিটে গতি আর কৌশলে ডিফেন্ডার আন্দোনি গোরোসাবেলকে পরাস্ত করে বল কাট-ব্যাক করলেন ট্রোসার্ডের উদ্দেশ্যে। বেলজিয়ান ফরোয়ার্ডের শট পোস্ট ছুঁয়ে জালে প্রবেশ করলে ২-০ ব্যবধান নিশ্চিত হয়।

বিলবাওয়ের মাঠে প্রথম দিকে কিছুটা চাপেই ছিল আর্সেনাল। সাকা ইনজুরির কারণে না থাকায় তার জায়গায় খেলতে থাকা ননি মাদুয়েকে শুরু থেকেই তৎপর ছিলেন। তার কাট-ব্যাক থেকে ইবেরেচি এজে গোল করতে পারতেন। তবে শেষ মুহূর্তে গোরোসাবেলের ট্যাকলে বেঁচে যায় স্বাগতিকরা।

ভিক্টর গিওকেরেস একাধিকবার চেষ্টা করেও গোল পাননি। প্রথমার্ধে মাথায় চোট পেয়ে ব্যান্ডেজ নিয়েও খেলতে হয় তাকে। এরপরও লড়াই চালালেও বিরতির আগে গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে মাদুয়েকে দারুণ দুটি শট নিলেও সিমনের সেভে ব্যর্থ হয় আর্সেনাল। অন্যদিকে বিলবাওয়ের ইনাকি উইলিয়ামস ও মিকেল মেরিনো চেষ্টা চালালেও গোলরক্ষক দাভিদ রায়ার পরীক্ষা নিতে পারেননি।

শেষ পর্যন্ত আর্তেতার পরিবর্তনই বদলে দিলো ম্যাচের মোড়। বেঞ্চ থেকে উঠে আসা মার্টিনেল্লি আর ট্রোসার্ডের যুগলবন্দি এনে দিল লন্ডন ক্লাবের জন্য নিখুঁত জয়।

এই জয়ে আত্মবিশ্বাস আরও উঁচুতে নিয়ে গেল আর্সেনাল। এবার চোখ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে। যেখানে আগামী রবিবার এমিরেটসে মুখোমুখি হবে তারা ম্যানচেস্টার সিটির। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়