ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতকে ১৭২ রানের টার্গেট ছুড়ল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৫
ভারতকে ১৭২ রানের টার্গেট ছুড়ল পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লড়াকু টার্গেট পেয়েছে পাকিস্তান। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে। জিততে ভারতকে করতে হবে ১৭২ রান।

ব্যাট করতে নেমে ২১ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ফখর জামান ১৫ রান করে বিতর্কিত এক সিদ্ধান্তে সাজঘরে ফেরেন। এরপর সাহেবজাদা ফারহান ও সাইম আইয়ুব দ্বিতীয় উইকেটে ৭২ রান তোলেন। তাতে ১০.২ ওভারেই পাকিস্তানের রান হয়ে যায় ৯৩। তখন অবশ্য মনে হচ্ছিল বড় সংগ্রহ পাবে তারা। কিন্তু এরপর দ্রুত তিনটি উইকেট হারালে রানের চাকা স্লো হয়ে যায়।

আরো পড়ুন:

৯৩ রানের মাথায় সাইম ফিরেন ১ চার ও ১ ছক্কায় ২১ রান করে। ১১০ রানের মাথায় ফেরেন হোসাইন তালাত ১০ রান করে। ১১৫ রানের মাথায় ফেরেন ফারহান। যাওয়ার আগে ৪৫ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে যান। ১৪৯ রানের সময় আউট হন মোহাম্মদ নওয়াজ। তিনি ১ চার ও ১ ছক্কায় ২১ রান করে ফেরেন। এরপর সালমান আলী আগার অপরাজিত ১৭ ও ফাহিম আশরাফের অপরাজিত ২০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭১ রান পর্যন্ত যায় পাকিস্তান।

বল হাতে ভারতের শিভম দুবে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়