ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৫
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

রিয়াল মাদ্রিদের মৌসুমটা যেন একেবারেই রূপকথার শুরু। টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে শীর্ষে অদম্য তারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে লা লিগায় লেভান্তের মাঠে ৪-১ গোলের দাপুটে জয়ে উজ্জ্বল হয়ে উঠলেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র আর আর্জেন্টাইন কিশোর ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো।

প্রথমার্ধেই ম্যাচ নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ২৮ মিনিটে বাম দিক থেকে কেটে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে দূরের কোণে বল জড়িয়ে দেন ভিনিসিউস জুনিয়র। তিন ম্যাচ গোলশূন্য থাকার পর এই গোল যেন তার ক্ষুধার নিখুঁত প্রতিদান।

আরো পড়ুন:

রিভার প্লেট থেকে আসা মাত্র ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর জন্য রাতটা হয়ে উঠল স্মরণীয়। ৩৮ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তার শট সোজা গিয়ে জড়িয়ে পড়ে জালের শীর্ষ কোণে। এটি ছিল তার রিয়ালের হয়ে প্রথম গোল, আর সঙ্গে ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তগুলোর একটি।

৫৪ মিনিটে ব্যবধান কমায় লেভান্তে। দলটির প্রথম অনটার্গেট শটেই কাছ থেকে হেড করে গোল করেন এত্তা আয়ং। মুহূর্তের জন্য ম্যাচে ফেরার ইঙ্গিত মিলেছিল তাদের।

কিন্তু এরপর নামলেন এমবাপ্পে। ৬৪ মিনিটে পেনাল্টি বক্সে ফাউলের শিকার হয়ে নিজেই নিলেন স্পট কিক। সাহসী পানেনকা শটে বল জড়িয়ে দিলেন জালে। ঠিক দুই মিনিট পর গোলকিপারকে কাটিয়ে খালি পোস্টে বল ঠেলে দিয়ে করলেন নিজের দ্বিতীয় গোল। এ নিয়ে সাত ম্যাচে মোট ৯ গোল করলেন। যা রিয়াল জার্সিতে নতুন মৌসুমে তার আগুনঝরা সূচনার ইঙ্গিত।

লা লিগায় একমাত্র দল হিসেবে প্রথম ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে তারা চ্যাম্পিয়নস লিগও শুরু করেছে জয়ে, মার্সেইকে হারিয়ে। সর্বশেষ এই জয় তাদের বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে দিলো। আগামী বৃহস্পতিবার নবপ্রমোটেড ওভিয়েদোর মাঠে খেলতে নামবে শিরোপাধারীরা।

লেভান্তে যদিও মৌসুম শুরু করেছিল টলমলে পায়ে। তবে গত ম্যাচে ৪-০ গোলে জিরোনাকে হারিয়ে ফুরফুরে মেজাজে ছিল। কিন্তু রিয়ালের বিপক্ষে সেই আত্মবিশ্বাস আর টিকল না।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়