ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ দিনের সফর শেষে পহেলা নভেম্বর বাংলাদেশ ছাড়বে ক্যারিবিয়ান ক্রিকেটাররা। 

আরো পড়ুন:

মিরপুরে তিন ওয়ানডে হবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রাম সফর করবে। ২৬, ২৮ ও ৩১ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। সন্ধ্যা ছয়টায় ম্যাচগুলো শুরু হবে।

এবারের সফরের শুধু সাদা বলেই খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ওয়ানডে খেলেছিলেন তারা। টি-টোয়েন্টি খেলেছিলেন তারও তিন বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়