ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সঙ্গে সাকিব-তাসকিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২ অক্টোবর ২০২৫  
আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সঙ্গে সাকিব-তাসকিন

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রাহমান। 

আগামী বছর ১০ জানুয়ারি থেকে প্রতিযোগিতার চতুর্থ আসর শুরু হবে। এক সময়ে বাংলাদেশে বিপিএল হওয়ার কথা আছে। সাকিবের অংশগ্রহণ নিয়ে সমস্যা নেই। কিন্তু মোস্তাফিজ ও তাসকিন খেলার সুযোগ পাবেন কিনা দেখার। 

গত বছর আইপিএলের শেষ দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তিতে আগেই দলে নেয়।

দুবাইয়ের নিলামে প্রথম ডাকে দল পাননি সাকিব ও তাসকিন। পরে অবিক্রীত খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবার নিলাম ডাকা হয়। তখন সাকিবকে এমআই এমিরেটস এবং তাসকিনকে শারজা ওয়ারিয়র্স কিনে নেয়। ৪০ হাজার ডলারে সাকিবকে পেয়েছে এমআই এমিরেটস। তাসকিন বিক্রি হয়েছেন ৮০ হাজার ডলারে।

উল্লেখ্য, ২০২৩ সালে যাত্রা শুরু হলেও আইএল টি-টোয়েন্টিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে এবারই প্রথম।

ঢাকা/ ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়