ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৮ অক্টোবর ২০২৫  
বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো। যে নামের পাশে জুড়ে গেছে গোলের পাহাড়, সাফল্যের অধ্যায়। আর এখন যোগ হলো আরেকটি ইতিহাস। হয়েছেন ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়।

বিখ্যাত অর্থনৈতিক তথ্য ও গণমাধ্যম প্রতিষ্ঠান ‘ব্লুমবার্গ’ জানিয়েছে, তাদের “বিলিয়নিয়ার্স ইনডেক্স”-এ প্রথমবারের মতো স্থান পেয়েছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা ও সৌদি ক্লাব আল-নাসরের এই ফরোয়ার্ড।

আরো পড়ুন:

রোনালদোর মোট সম্পদের মূল্যায়ন করা হয়েছে ১৪০ কোটি ডলার (প্রায় ১০৪ কোটি পাউন্ড)। এই হিসেবে ধরা হয়েছে তার পুরো ক্যারিয়ারের উপার্জন, বিনিয়োগ ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির আয়।

২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধু বেতনের মাধ্যমেই তিনি আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি। আর স্পনসরশিপ ও বিজ্ঞাপন চুক্তি থেকে এসেছে আরও বিপুল অর্থ। বিশেষ করে নাইকির সঙ্গে তার দশ বছরের চুক্তি (যার বার্ষিক মূল্য প্রায় ১৮ মিলিয়ন ডলার) ছিল তার আয়ের অন্যতম বড় উৎস।

২০২২ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার সময় রোনালদো হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তার বার্ষিক বেতন তখন ছিল ১৭৭ মিলিয়ন পাউন্ড। অভূতপূর্ব এক অঙ্ক!

চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জুনে, কিন্তু ক্লাবের সঙ্গে তিনি আরও দুই বছরের নবায়ন চুক্তি করেছেন। যার মূল্য আনুমানিক ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। অর্থাৎ ৪২ বছর বয়স পেরিয়েও আল-নাসরের জার্সিতেই দেখা যাবে এই পর্তুগিজ তারকাকে।

অন্যদিকে, রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। ব্লুমবার্গের হিসাবে, তার ক্যারিয়ারে বেতন হিসেবে আয় করেছেন ৬০০ মিলিয়ন ডলারের বেশি।

২০২৩ সাল থেকে তার বার্ষিক নিশ্চয়িত আয় ২০ মিলিয়ন ডলার, যা রোনালদোর সমসাময়িক আয়ের প্রায় এক-দশমাংশ। তবে মেসির জন্যও অপেক্ষা করছে আরেক বড় সম্পদ। অবসরের পর ইন্টার মায়ামির মালিকানা শেয়ারের অংশীদারিত্ব।

রোনালদো ও মেসি দুজনেই সময়ের সেরা, দুই মেরুর আলো। তবে সম্পদের মাপকাঠিতে এবার রোনালদো এককভাবে দাঁড়ালেন শীর্ষে। ফুটবলের ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হিসেবে। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়