ঘূর্ণির ছোঁয়ায় জয়ের স্বপ্নে বাংলাদেশ, বিপর্যয় কাটাতে লড়বে নিউ জিল্যান্ড
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
নারী বিশ্বকাপের আসরে আজ শুক্রবার গুয়াহাটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। টুর্নামেন্টের শুরু থেকেই ভিন্ন দুই মেজাজে আছে দল দুটো। বাংলাদেশ ক্রমে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, আর নিউজিল্যান্ড যেন খুঁজে ফিরছে নিজের ছন্দ।
দুই ম্যাচ শেষে এখনো জয়ের দেখা পায়নি নিউ জিল্যান্ড। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার তাদের চাপে রেখেছে। অধিনায়ক সোফি ডিভাইনের দুর্দান্ত দুই ইনিংসও বাঁচাতে পারেনি দলকে। বিশ্বকাপের আগে টানা ছয় মাস কোনো ওয়ানডে না খেলায় দলের মধ্যে দেখা যাচ্ছে স্পষ্ট আড়ষ্টতা। ভারত ও ভারত ‘এ’-এর বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তারা হার মানে। ব্যাটিংয়ে ডিভাইন একাই দলের মোট রান এর প্রায় ৪২ শতাংশ করেছেন। বাকি ব্যাটাররা পুরোপুরি ছন্দহীন। বোলিংয়েও ধার নেই, সঙ্গে ফিল্ডিংয়ে সাতটি মিসফিল্ড। সব মিলিয়ে একরাশ অগোছালো চেহারা।
অন্যদিকে বাংলাদেশ এখন মনোবল ও আত্মবিশ্বাসে উজ্জ্বল। পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষেও লড়েছে দারুণভাবে। ব্যাটিং এখনো পুরোপুরি জ্বলে না উঠলেও বোলাররা নিয়মিতই দারুণ কাজ করছেন। নতুন বলে মারুফা আক্তারের ধারাবাহিক আক্রমণ প্রতিপক্ষের ওপেনারদের চাপে রাখছে। আর মাঝের ওভারগুলোয় স্পিন ত্রয়ী নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান তৈরি করছেন ঘূর্ণির ফাঁদ।
বিশেষ করে এই ম্যাচে নাহিদার বাঁহাতি স্পিন বড় ভূমিকা রাখতে পারে। কারণ নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইন–আপে একমাত্র বাঁহাতি ব্যাটার ব্রুক হলিডে ছাড়া সবাই ডানহাতি। অর্থাৎ, ঘূর্ণিতে পরাভূত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি।
বাংলাদেশ এখনো নিউ জিল্যান্ডকে ওয়ানডেতে হারাতে পারেনি। ২০২২ সালে হওয়া দুই ম্যাচেই হেরেছিল বড় ব্যবধানে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। গুয়াহাটির উইকেটে ইতিমধ্যে স্পিনাররা নিয়েছেন মোট ৭৫ শতাংশ উইকেট (৩ ম্যাচে ৪৪ উইকেটের মধ্যে ৩৩টি)। তাই এই পিচ স্পিনারদের স্বর্গ হতে পারে। তাছাড়া এই মাঠে বিশ্বকাপে ইতিমধ্যেই একটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। যা বাড়তি সুবিধা দেবে নিগার সুলতানাদের।
দলীয় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। ইংল্যান্ড ম্যাচে ক্র্যাম্পে মাঠ ছাড়লেও পেসার মারুফা এখন সম্পূর্ণ সুস্থ এবং খেলতে প্রস্তুত, নিশ্চিত করেছেন নাহিদা আক্তার।
অন্যদিকে, নিউ জিল্যান্ডের ডানহাতি পেসার রোজমেরি মেয়ার যদি ফিট থাকেন, তবে তিনি ফিরতে পারেন দলে জেস কেরের পরিবর্তে।
আজকের ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকলেও গুয়াহাটির দর্শকরা আশা করছে, দেখা যাবে এক টানটান লড়াই। যেখানে বাংলাদেশ চোখ রাখবে দ্বিতীয় জয়ের দিকে। আর নিউ জিল্যান্ড লড়বে নিজেদের বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, রিতু মনি, শর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।
নিউ জিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
সুজি বেটস, জর্জিয়া প্লিমার, আমেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হলিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটকিপার), জেস কের / রোজমেরি মেয়ার, লিয়া তাহুহু, ইডেন কারসন ও ব্রি ইলিং।
ঢাকা/আমিনুল