টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্মনমে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উভয় দলের একাদশেই দুটি করে পরিবর্তন আনা হয়েছে।
নিগার সুলতানা জানিয়েছেন, এই ধরনের উইকেটে ব্যাটাররা কিছু রান তুলতে পারেন। আমরা যদি বোর্ডে একটা ভালো স্কোর দিতে পারি, তাহলে সেটা আমাদের বোলারদের জন্য সহায়ক হবে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফারজানা হক ও রিতু মনি দলে ঢুকেছেন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট টস হেরে খুব একটা হতাশ নন। কারণ, তারা এমনিতেই আগে বল করতে চেয়েছিলেন। তিনি বলেন, ধারণা করছি পরে শিশির পড়বে, তখন বল ধরা কঠিন হবে এবং ব্যাটে ভালোভাবে আসবে। ভারতের বিপক্ষে জয়ের পর দলটি ছিল চরম উচ্ছ্বসিত। তবে এই ম্যাচের আগে তারা আবার বাস্তবে ফিরে এসেছে বলে জানান তিনি।
তাদের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন আনেরি ডার্কসেন ও মাসাবাতা ক্লাস। সুনে লুসকে বিশ্রামে রাখা হয়েছে হিপ ফ্লেক্সরের টান জনিত সতর্কতার কারণে।
আগে খেলা তিন ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে আগের তিন ম্যাচের দুটিতে হেরে ও একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ষষ্ঠ স্থানে।
বাংলাদেশ একাদশ:
১. রুবিয়া হায়দার ঝিলিক
২. ফারজানা হক
৩. শারমিন আক্তার
৪. নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার)
৫. সোবহানা মোস্তারী
৬. শর্ণা আক্তার
৭. ফাহিমা খাতুন
৮. নাহিদা আক্তার
৯. রাবেয়া খান
১০. রিতু মনি
১১. মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
১. লরা উলভার্ট (অধিনায়ক)
২. তাজমিন ব্রিটস
৩. আনেকে বোস
৪. আনেরি ডার্কসেন
৫. মারিজান কাপ
৬. সিনালো জাফতা
৭. ক্লোয়ি ট্রায়ন
৮. নাদিন ডি ক্লার্ক
৯. মাসাবাতা ক্লাস
১০. ননকুলুলেকো ম্লাবা
১১. টিউমি সেখুখুনে।
ঢাকা/আমিনুল