গার্ডনার-সাদারল্যান্ডের ব্যাটে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়
নারীদের ওয়ানডে বিশ্বকাপে আরও একটি দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া দল। আজ বুধবার (২২ অক্টোবর) রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।
ইন্দোরে ইংল্যান্ডের মেয়েরা আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৪ রান করে ৫০ ওভারে। জবাবে সাদারল্যান্ড ও গার্ডনারের ব্যাটিং দৃঢ়তায় ৪০.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অজি মেয়েরা।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফোবি লিচফিল্ড ১ রানে ফেরেন সাজঘরে। তৃতীয় ওভারে গিয়ে জর্জিয়া ভোলের উইকেটও হারায় তারা। ৬ রানের বেশি করতে পারেননি এই উদ্বোধনী ব্যাটার। ২৪ রানের মাথায় এলিসা পেরিও ফিরেন। আজ তিনি ৩ চারে ১৩ রানের বেশি করতে পারেননি। ৬৮ রানের মাথায় বেথ মুনি আউট হন ব্যক্তিগত ২০ রানে। তাতে মনে হচ্ছিল ম্যাচটি কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার মেয়েদের জন্য। কিন্তু না।
সেখান থেকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গার্ডনার ৭৩ বলে ১৬ চারে ১০৪ রান করে অপরাজিত থাকেন। আর সাদারল্যান্ড ৯টি চার ও ১ ছক্কায় ১১২ রানে অপরাজিত থাকেন ৯৮ রানে।
ইংল্যান্ডের লিন্ডসে স্মিথ ৮ ওভারে ৪৩ রানে ২টি উইকেট নেন।
তার আগে ইংল্যান্ডের ইনিংসে ট্যাম বেউমন্ড ১০টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন। অ্যালিস ক্যাপসি ৫ চারে করেন ৩৮ রান। এছাড়া চার্লি ডিন ২৬, সোফিয়া ২২, হেদার নাইট ২০ ও অ্যামি জোনস করেন ১৮ রান।
অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড ১০ ওভারে ১ মেডেনসহ ৬০ রানে নেন ৩টি উইকেট। সোফি মলিনেয়াক্স ১০ ওভারে ৫২ রানে নেন ২টি উইকেট। আর গার্ডনার ৯ ওভারে ৩৯ রানে নেন ২টি। বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সাদারল্যান্ড।
এই জয়ে ৬ ম্যাচের টানা পাঁচটি জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তৃতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে।
ঢাকা/আমিনুল