ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনিংস ব্যবধানে হারের পর জরিমানাও গুনলো আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৪ অক্টোবর ২০২৫  
ইনিংস ব্যবধানে হারের পর জরিমানাও গুনলো আফগানিস্তান

হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুইদিন আগে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। শুধু তাই নয়, এবার জরিমানাও গুনতে হলো। একমাত্র সেই টেস্টে স্লো ওভার রেটের কারণে আফগানিস্তান ক্রিকেট দলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানান, আফগানিস্তান নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার পিছিয়ে ছিল। সময় বাড়ানোর সুযোগ হিসাবেও যে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যেও তারা ঘাটতি ওভার পূরণ করতে পারেনি।

আরো পড়ুন:

আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা আরোপ করা হয়। এই হিসেবে আফগানিস্তানের মোট জরিমানা দাঁড়ায় ২৫ শতাংশ।

মাঠের আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার ফস্টার মুতিজওয়া এবং চতুর্থ আম্পায়ার পারসিভাল সিজারা এই অভিযোগ উত্থাপন করেন। আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি অভিযোগ স্বীকার করে জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শুধু জরিমানাই নয়, ম্যাচটিও আফগানদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। ১২ বছর পর নিজেদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। আর আফগানিস্তান হারে ইনিংস ও ৭৩ রানে।

প্রথম ইনিংসে আফগানিস্তান মাত্র ১২৭ রানে গুটিয়ে যায়। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স একাই নেন পাঁচ উইকেট। জবাবে জিম্বাবুয়ে তোলে ৩৫৯ রান। যেখানে আফগান বোলার জিয়াউর রহমানের দুর্দান্ত সাত উইকেটও বৃথা যায়। ২৩২ রানের ব্যবধানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে আফগানরা আবারও ধসে পড়ে। এবার তারা ৪৩ ওভারে মাত্র ১৫৯ রানে অলআউট হয়। এই ইনিংসে এবার বিধ্বংসী ছিলেন রিচার্ড এনগ্রাভা। তিনি ৩৭ রানে ৫টি ও ব্লেসিং মুজারাবানি ৪৮ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের ইনিংস ধ্বসিয়ে দেন। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়