ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি

প্লেট ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ইউনাইটেড হেলথকেয়ার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৪০, ২৫ অক্টোবর ২০২৫
প্লেট ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ইউনাইটেড হেলথকেয়ার

‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট ফাইনালে আজ শনিবার (২৫ অক্টোবর) মাঠে নামছে টিম ওয়ালটন। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে বিকাল ৪:১৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচে ওয়ালটনের প্রতিপক্ষ ইউনাইটেড হেলথকেয়ার।

এর আগে গত দুইদিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে টুর্নামেন্টের ৬ দলের মধ্যে। এরমধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র করে প্লেট ফাইনালে উঠেছে ওয়ালটন।

উল্লেখ্য, করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে বিরতি নিয়ে খানিকটা সময় খেলাধুলার আনন্দে মাতিয়ে তুলতে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’এর আয়োজন করেছে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’। সেভেন-এ সাইড এবং ৩০ মিনিট ফরম‌্যাটে দেশের শীর্ষ সব করপোরেট হাউজে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এরকম একটি টুর্নামেন্টে অংশ নিতে পেরে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টিমের ক্যাপ্টেন রবিউল ইসলাম মিলটন। তিনি বলেন, কাজের ফাঁকে খেলাধুলায় অংশগ্রহণ কর্মীদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে, তাদের মনোবল বাড়ায়। ওয়ালটন বিভিন্ন ধরনের খেলাধুলায় সম্পৃ্ক্ত রয়েছে। এর আগে বহুবার আমরা করপোরেট ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের খেলাধুলায় সম্পৃক্ত থাকবো।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে আছেন— ইরফান সাজ্জাদ, আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, সফিকুল ইসলাম এবং ইউনুস আলী।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়