আসলেন নিশাম, চলে গেলেন উমারজাই, চোটে বিপিএল শেষ রসিংটনের
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিরতির দিনে তিন বিদেশি ক্রিকেটার সব আলো কেড়ে নিলেন। দুই বিদেশি ক্রিকেটারের আসা-যাওয়ার খবরের দিনে একজনকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ।
রাজশাহী ওয়ারিয়র্স তাদের তাঁবুতে যুক্ত করেছে নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জিমি নিশামকে। মারকুটে ব্যাটসম্যান এর আগে দুইবার বিপিএল খেলেছেন। একবার ফরচুন বরিশালের হয়ে। একবার রংপুর রাইডার্সের হয়ে। এবার তাকে প্রথমে যুক্ত করার খবর দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু বাড়তি পারিশ্রমিক দিয়ে রাজশাহী তাকে দলে ভিড়িয়েছে। আজই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
সিলেট পর্বে রাজশাহী আরো দুই ম্যাচ খেলবে। ১১ জানুয়ারি তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ১২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে তারা। সিলেটে দুই ম্যাচেই নিশামকে স্কোয়াডে পাবে রাজশাহী।
এদিকে, আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ উমারজাই ফিরে গেছেন। সিলেট টাইটান্সের হয়ে খেলা উমারজাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে জাতীয় দলে যুক্ত হয়েছে। শনিবার বাংলাদেশ ছেড়েছেন এই তারকা অলরাউন্ডার।
বিদায় বেলায় সিলেট টাইটান্সকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘‘সিলেট টাইটান্সকে ধন্যবাদ জানাই, তারা আমাকে এই দলের হয়ে খেলার সুযোগ করে দিয়েছে। আমি টাইটান্সের হয়ে খেলতে পেরে সত্যিই খুশি। এখানকার ম্যানেজমেন্ট ও দল খুবই চমৎকার ছিল। আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি এবং আগামী বছরও এই দলের হয়ে খেলব।’’
বিপিএলের এবারের আসরে ৬ ম্যাচে ১৫১ রান করেছেন উমারজাই। উইকেট পেয়েছেন ৬টি।
বিপিএল থেকে ছিটকে গেলেন চট্টগ্রাম রয়্যালসের ওপেনার অ্যাডাম রসিংটন। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সিলেটে শুক্রবার ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান রসিংটন। পুরনো চোটের জায়গাতেই আবার আঘাত পেয়েছেন এই ব্যাটসম্যান। নতুন করে চিড় ধরায় এখন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ২৫৮ রান করেছেন তিনি। ৬৫.৫০ গড় ও ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে।
ঢাকা/ইয়াসিন