ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির দল ঘোষণা, অধিনায়ক ম্যাডসেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১৮ জানুয়ারি ২০২৬  
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির দল ঘোষণা, অধিনায়ক ম্যাডসেন

আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ইতালি। প্রথমবারের মতো আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ইউরোপের এই দলটি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালিয়ান ক্রিকেট বোর্ড। সেই ঐতিহাসিক অভিযানে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার ওয়েন ম্যাডসেন।

ইতালির ঘোষিত দলে রয়েছে একাধিক পরিচিত নাম। সাবেক দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটার জেজে স্মাটস রয়েছেন স্কোয়াডে। যিনি তার অভিজ্ঞতা দিয়ে দলকে বাড়তি শক্তি জোগাবেন। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন দুই জোড়া ভাই- হ্যারি ও বেঞ্জামিন মানেন্তি এবং অ্যান্থনি ও জাস্টিন মোসকা। যা স্কোয়াডে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

আরো পড়ুন:

বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির নেতৃত্ব দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক জো বার্নস। তবে গত বছরের শেষ দিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাকে দল থেকেও বাদ দেওয়া হয়। এরপর নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় ম্যাডসেনের কাঁধে।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় ইতালি। গত জুলাইয়ে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টেই প্রথমবারের মতো বিশ্বকাপের দরজা খুলে যায় তাদের সামনে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি পড়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। যা নিঃসন্দেহে কঠিন এক চ্যালেঞ্জ। ফেব্রুয়ারি ৯ তারিখ কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে আবার কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে (১৬ ফেব্রুয়ারি) এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (১৯ ফেব্রুয়ারি) মাঠে নামবে ইতালি।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ৮ মার্চ। ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
জাইন আলি, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটকিপার), আলি হাসান, ক্রিশান কালুগামাগে, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, জিয়ান পিয়েরো মিয়াদে, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস দ্রাকা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়