ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলের রোল অব অনার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৮, ২৩ জানুয়ারি ২০২৬
বিপিএলের রোল অব অনার

২৯ দিন, ৩৪ ম্যাচ পর পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের। ছয় দল নিয়ে গত ২৬ ডিসেম্বর মাঠে গড়ায় বিপিএল। রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়‌্যালসের ফাইনাল ম‌্যাচ দিয়ে পর্দা নামলো জমকালো এ আসরের। দীর্ঘ পথ পরিক্রমায় শেষ হাসিটা হেসেছে রাজশাহী ওয়ারিয়র্স।

চট্টগ্রাম রয়‌্যালসকে ৬৩ রানে হারিয়ে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুললো। রাজশাহী এর আগে শিরোপা জিতেছিল ২০১৯ সালে। তখন ফ্র্যাঞ্চাইজির নাম ছিল রাজশাহী রয়্যালস। সাত বছর পর রাজশাহী দ্বিতীয় শিরোপা পেল ওয়ারিয়র্স নামে।

আরো পড়ুন:

শক্তিতে ও নামে টুর্নামেন্টে হট ফেভারিট ছিল রাজশাহী ওয়ারিয়র্স। বিগ বাজেটের এ দল শুরু থেকেই নামীদামি ক্রিকেটারদের দলে নিয়ে মাঠে নামে। প্রাথমিক পর্বে ১০ ম‌্যাচে ৮টিতেই জিতেছিল তারা। ১৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শীর্ষে থেকে নিশ্চিত করে কোয়ালিফায়ার। তবে কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়‌্যালসের কাছে হেরে ফাইনালে উঠার লড়াইটা কঠিন করে তোলে রাজশাহী। দ্বিতীয় কোয়ালিফায়ার তাদের জিততেই হতো। সেই লড়াইয়ে সিলেট টাইটান্সকে স্রেফ উড়িয়ে ফাইনালের টিকিট পায় তারা। শিরোপার লড়াইয়ে চট্টগ্রামকে ছাড় না দিয়ে পেল দ্বিতীয় শিরোপা।

অন‌্যদিকে চট্টগ্রামের বিপিএলের সফরটা সহজ ছিল না। টুর্নামেন্টে মাঠে নামার আগেই মালিকানা হারায় দলটি। বিসিবি দায়িত্ব নেওয়ার পর দলটি গুছিয়ে মাঠে নামে। উঠা-নামা পারফরম‌্যান্সের পর ১০ ম‌্যাচে ৭ জয় নিয়ে কোয়ালিফায়ার উঠে চট্টগ্রাম। সেখানে রাজশাহীর সঙ্গে দারুণ লড়াই করে প্রথম দল হিসেবে চলে যায় ফাইনালে। কিন্তু ফাইনালে একেবারেই তারা ছন্নছাড়া। একপেশে ফাইনালে তারা রাজশাহীকে স্রেফ শিরোপা উপহার দিয়ে আসল। 

এক নজরে বিপিএলের রোল অব অনার:

আসর চ্যাম্পিয়ন রানার্স-আপ
প্রথম ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বার্নার্স
দ্বিতীয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স চিটাগং কিংস
তৃতীয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলস
চতুর্থ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস
পঞ্চম রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস
ষষ্ঠ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটস
সপ্তম রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স
অষ্টম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল
নবম কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্স
দশম ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স
এগারোতম ফরচুন বরিশাল চিটাগং কিংস
দ্বাদশ রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালস


 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়