ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অলিম্পিকে ভারতের সাক্ষী মালিকের ইতিহাস

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫২, ১৮ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অলিম্পিকে ভারতের সাক্ষী মালিকের ইতিহাস

সাক্ষী মালিক

ক্রীড়া ডেস্ক : দীপা কর্মকার পারেননি। পারেননি অল্পের জন্য রিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিতে। তবে ভারতীয়দের সেই দুঃখ ঘোচালেন সাক্ষী মালিক। মেয়েদের ৫৬ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতে রিওতে ভারতকে প্রথম পদক প্রাপ্তির আনন্দে ভাসালেন তিনি।

 

গেমসের দ্বাদশ দিন বাংলাদেশ সময় বুধবার রাতে কিরগিজস্তানের আইসুলুন তাইনাইবেকোভাকে ৮-৫ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতেন ২৩ বছর বয়সি সাক্ষী মালিক। অলিম্পিকে পদক জেতা ভারতের প্রথম নারী কুস্তিবিদ তিনিই।

 

সব মিলিয়ে অলিম্পিকে পদক জেতা ভারতের চতুর্থ নারী অ্যাথলেট সাক্ষী মালিক। এর আগে ২০০০ সিডনি অলিম্পিকে ৬৯ কেজি ওজন শ্রেণীর ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী, ২০১২ লন্ডন অলিম্পিকে বক্সি ফ্লাইওয়েটে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি কম আর লন্ডন অলিম্পিকেই ব্যাডমিন্টনের এককে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা নেহওয়াল।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়