ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চুক্তির কথা উড়িয়ে দিলেন আলভেজ

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ১৩ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুক্তির কথা উড়িয়ে দিলেন আলভেজ

দানি আলভেজ

ক্রীড়া ডেস্ক : দানি আলভেজকে বিক্রি করে দিতে যাচ্ছে বার্সেলোনা। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারও নতুন ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তির কাজটি সেরে রেখেছেন। এ সব গুঞ্জন সম্প্রতি বেশ জোরেশোরেই চাউর হচ্ছে।

 

অবশ্য নতুন ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তির বিষয়টি উড়িয়ে দিলেন আলভেজ নিজেই। জানালেন, কোনো ক্লাবের সঙ্গেই তার চুক্তি হয়নি। বার্সাতেই সুখে আছেন তিনি।

 

এ ব্যাপারে বিন স্পোর্টস’কে আলভেজ বলেন, ‘আমি বার্সেলোনাতে বেশ সুখেই আছি। কারো সঙ্গেই আমার কোনো চুক্তি হয়নি।’

 

২০০৮ সালে সেভিয়া থেকে বার্সায় যোগ দেন আলভেজ। গত সাত বছর ধরে বার্সার রক্ষণভাগ সামলাচ্ছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।  কাতালান ক্লাবটিই তার জীবন পরিবর্তন করে দিয়েছে বলে মনে করছেন আলভেজ।

 

বার্সার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই ডিফেন্ডার বলেন, ‘জীবনে আপনাকে কৃতজ্ঞ হতে হবে। বার্সা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি যে লক্ষ্য নিয়ে ক্লাবে এসেছিলাম আশা করি সেভাবেই এখানে আমার চুক্তি শেষ করতে পারব।’

 

বার্সা কর্তারা বললেই কেবল ক্লাব ছাড়ার চিন্তা করবেন আলভেজ। আপাতত মৌসুমটা শেষ করতেই বেশি মনোযোগ রাখতে চান  তিনি।

 

৩১ বছর বয়সি আলভেজ বলেন, ‘যদি ক্লাব আমাকে বিকল্প চিন্তা করতে বলে তবেই আমি বিকল্প চিন্তা করব। কিন্তু এখন এটা মূল বিষয় নয়। আমি মৌসুমের শেষ দিকেই মনোযোগ রাখতে চাই। কারণ আমি এখনো একজন প্রতিযোগী।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৫/পরাগ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়