ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বৈদেশিক ঋণ পরিশোধ ৬৬৮১ মিলিয়ন ডলার’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বৈদেশিক ঋণ পরিশোধ ৬৬৮১ মিলিয়ন ডলার’

সংসদ প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার টানা দুই মেয়াদের সাত বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৬,৬৮১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার।  

 

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতথ্য জানান।

 

অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জানুয়ারি ২০০৯ থেকে ৩০ জুন ২০১৫ তারিখ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে ৬,৬৮১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৫০৫, ৬২৩ দশমিক ২০ কোটি টাকা।

 

এর মধ্যে আসল বাবদ ৫,৪০৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৪০৯,৬০২ দশমিক ৪০ কোটি টাকা এবং সুদ বাবদ ১,২৭৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৯৬,০২০ দশমিক ৮০ কোটি টাকা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৬/এনআর/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়