ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বড় লক্ষ্যেও আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বড় লক্ষ্যেও আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ

মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৬৬ রান করে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। বুধবার ভারত বাংলাদেশকে লক্ষ্য দেয় ১৬৭। ১২০ বলে ১৬৭ রানের বড় লক্ষ্য পেয়েও বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। কিন্তু দায়িত্বশীল ব্যাটিংয়ের অভাবে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারেনি। ১২১ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৪৫ রানের বড় হারে শুরু এশিয়া কাপের মিশন।

 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা জানান, বড় লক্ষ্য পাওয়ার পরও বাংলাদেশ জয় পেতে মরিয়া ছিল। আত্মবিশ্বাসী ছিলেন ব্যাটসম্যানরা। 

 

ব্যাটিং নিয়ে মাশরাফির ভাষ্য, ‘ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট পড়ে যায় এবং পরবর্তীতে আমরা বড় জুটি গড়তে পারিনি। দুটি ব্যালেন্স করতে পারলে হয়ত লক্ষ্যে পৌঁছতে পারতাম। যেই ১৫-২০ রান বেশি হয়েছে সেটি এক ওভারে চলে আসত। নির্দিষ্ট এক ওভার মেরে খেললেই রানটা চলে আসত।’

 

রোহিত শর্মাকে ২১ রানে জীবন দেন সাকিব আল হাসান। জীবন পেয়ে ডানহাতি এ ব্যাটসম্যান নিজের নামের পাশে আরো ৬২ রান যোগ করেন। মূলত তার ৮২ রানের পুঁজিতেই বড় সংগ্রহ পায় ভারত। বিধ্বংসী এ ব্যাটসম্যানের ক্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘অবশ্যই ওটা খুব গুরুত্বপূর্ণ ক্যাচ ছিল। তবে এটা খেলার একটি অংশ। কেউ এটা নিয়ে কোনো কিছু করতে পারবে না। ম্যাচে ক্যাচ মিস হতেই পারে।’

 

রোহিত শর্মার ব্যাটিংয়ের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘রোহিত শর্মা চান্স নিয়েছে ও সফল হয়েছে। ব্যাটিংয়ের শুরু থেকেই সে সময় নিয়ে ব্যাটিং করেছে। শেষ দিকে ১৫-২০ রান করে ওরা নিয়েছে। রোহিত শর্মা ওখানে সেট ব্যাটসম্যান ছিল। তবে রোহিতকে ওই সময়ে আউট করা গেলে হয়তো ভারত ১৩৫-৪০ রান করত। আর ওই রান সহজেই করে ফেলার সুযোগ থাকত।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৬/ইয়াসিন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়