ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ৭৮ লাখ টাকা জমা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ৭৮ লাখ টাকা জমা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে কোম্পানির লভ্যাংশের ২ কোটি ৭৮ লাখ টাকা জমা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং কোটস বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে কোম্পানি দুটির লভ্যাংশের টাকার চেক হস্তান্তর করা হয়।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের গত এক বছরের মোট লাভের ৫ ভাগের এক দশমাংশ হিসেবে ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮৯ টাকার চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। এ সময় বেক্সিমকো ফার্মার নির্বাহী পরিচালক জামাল আহমেদ চৌধুরী, মানবসম্পদ বিভাগের ডিজিএম এম এ আরশাদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময়ে কোটস বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ পরিচালক জুলফিকার হায়দারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে দেখা করেন। কোটস বাংলাদেশের ফাইনান্স ডিরেক্টর আহসান চৌধুরী এবং করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার নোবেল উপস্থিত ছিলেন।

পরে গত এক বছরের মোট লাভের ৫ ভাগের এক দশমাংশ হিসেবে ৯৫ লাখ ৮৭ হাজার ৪০১ টাকার প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন কোম্পানির মানবসম্পদ পরিচালক জুলফিকার হায়দার।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিঞা আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৭/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়