ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল আজকেরডিল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৩০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল আজকেরডিল

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস আজকেরডিল () ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উদ্ভাবনী ও প্রফেশনাল ব্যবসা সংস্কৃতিকে সম্মাননা দেওয়ার উদ্দেশ্যে প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এসএপিএস (সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট) ও ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় ঢাকায়।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করে। ই-কমার্স ক্যাটাগরিতে একমাত্র আজকেরডিল ‘বেস্ট ই-কমার্স সাইট ইন বাংলাদেশ’ হিসেবে ঘোষিত হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আরো উপস্থিত ছিলেন জুরি বোর্ডের প্রধান ড. আর এল ভাটিয়া।

প্রধান অতিথির কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আজকেরডিলের সিটিও রনি মণ্ডল ও ব্যবসা প্রধান সৌরভ কবির।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে শুরু হওয়া এই মার্কেটপ্লেস প্লাটফর্মে বর্তমানে ৩ হাজারের বেশি বিক্রেতা তাদের ৫ লাখ প্রোডাক্ট ২ লাখ কাস্টমারের কাছে নিয়মিত বিক্রি করছে। অনলাইনে অর্ডার করলে দেশের যেকোনো স্থানে ২/৩ দিনের মধ্যে পৌঁছে দেওয়া হয় প্রোডাক্ট।



রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়