ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাণিজ্যমেলা : সেলস এক্সিবিটরদের প্রশিক্ষণ দিল ওয়ালটন

আকরাম হোসেন পলাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্যমেলা : সেলস এক্সিবিটরদের প্রশিক্ষণ দিল ওয়ালটন

আকরাম হোসেন পলাশ : পয়লা জানুয়ারি শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ বাণিজ্যমেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৩তম আসর। এবারের মেলায়ও অপূর্ব স্থাপত্যশৈলির তিনতলা প্রিমিয়ার প্যাভিলিয়ন তৈরি করছে দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে অর্ধ-শতাধিক সেলস এক্সিবিটরকে।

মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে আগত ক্রেতা-দর্শনার্থীদের সর্বোত্তম সেবা নিশ্চিতে তাদেরকে দেওয়া হয়েছে উচ্চতর প্রশিক্ষণ। ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত অসংখ্য প্রযুক্তি পণ্যের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান দিতে তাদেরকে ঘুরে দেখানো হয়েছে ওয়ালটন কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন ইউনিট। এর মধ্যে রয়েছে ফ্রিজ, টেলিভিশন, এসি, স্মার্টফোন, ল্যাপটপ, হার্ডওয়্যার, সফটওয়্যার, মাদারবোর্ডসহ অসংখ্য পণ্য।

গত ১০ ডিসেম্বর রাজধানীতে অবস্থিত ওয়ালটন করপোরেট অফিসের প্রশিক্ষণকেন্দ্রে সেলস এক্সিবিটরদের নিয়ে পাঁচ দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ওয়ালটন প্রশিক্ষণ বিভাগ। এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রওশন আলী বুলবুল।

বৃহস্পতিবার ওয়ালটন কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করেন ওয়ালটন প্যাভিলিয়নে নিয়োগপ্রাপ্ত সেলস এক্সিবিটররা। তাদের কারখানা পরিদর্শনের নেতৃত্বে ছিলেন ওয়ালটন প্যাভিলিয়নের সমন্বয়ক শাহ শহীদ চৌধূরী।



কারখানা পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আজকের এই বাস্তব জ্ঞান অর্জন শুধু ওয়ালটনেরই নয়, দেশীয় প্রযুক্তি পণ্যের সঠিক ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখবে।’

বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর বলেন, ‘এবারের বাণিজ্য মেলায় “মেড ইন বাংলাদেশ” স্লোগান তুলে ধরতে নিজস্ব কর্মকর্তার পাশাপাশি  ৫৫ জন সেলস এক্সিবিটর নিয়োগ দিয়েছে ওয়ালটন। এদের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০ জন তরুণী ও ৩৫ জন তরুণ, যাদেরকে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী কয়েকটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রোডাক্টের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে দেওয়া হয়েছে বাস্তবজ্ঞান। পাশাপাশি করপোরেট বিহ্যাবিয়র, কালচার ও ক্রেতা-দর্শনার্থীদের সর্বোত্তম সেবা প্রদান সম্পর্কে তাদের দেওয়া  হয়েছে উচ্চতর প্রশিক্ষণ। যার মাধ্যমে অত্যন্ত দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা হয়েছে তাদের।’

তিনি আশা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত সেলস এক্সিবিটররা ওয়ালটন পণ্যের উৎপাদন ও উচ্চ গুণগতমান সম্পর্কে যেসব বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন, তা মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরতে ব্যাপক ভূমিকা রাখবেন।

এ প্রসঙ্গে ওয়ালটন প্যাভিলিয়নে চতুর্থবারের মত সেলস এক্সিবিটর হিসেবে নিয়োগপ্রাপ্ত তানভীন খান সুশ্রী বলেন, ‘আজ ওয়ালটন কারখানায় “মেড ইন বাংলাদেশ” খ্যাত ফ্রিজ, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া স্বচক্ষে দেখে খুব গর্ববোধ করছি। এখানে এসে বুঝতে পারলাম, প্রযুক্তি পণ্য উৎপাদনে বাংলাদেশ অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজে প্রস্তুতকৃত ওয়ালটন পণ্যের গবেষণা ও উন্নয়ন বিভাগ এবং সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ  প্রক্রিয়া দেখে মনে হচ্ছে অচিরেই বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি প্রযুক্তি পণ্যের শক্তিশালী বাজার সৃষ্টি হবে।’



সুশ্রীর সঙ্গে সুর মিলিয়ে আরেক সেলস এক্সিবিটর মালিহা বখতিয়ার বিনতি বলেন, ‘এখন সময় এসেছে দেশের বাইরেও “মেড ইন বাংলাদেশ” খ্যাত প্রযুক্তিপণ্যের সঠিক ব্র্যান্ডিং করার।’

তিনি বলেন, ‘ওয়ালটনের এই প্রশিক্ষণ কর্মশালায় লব্ধ জ্ঞান মেলা চলাকালীন শুধু এক মাসের জন্যই নয়, গ্র্যাজুয়েশন শেষে করপোরেট প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, আসন্ন বাণিজ্যমেলায় সাড়ে ৭ হাজার বর্গফুট জায়গা জুড়ে অপূর্ব স্থাপত্যশৈলিতে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হচ্ছে তিনতলা মেগা প্রিমিয়ার প্যাভিলিয়ন। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শক্তিশালী স্টিল স্ট্রাকচারে তৈরি করা হচ্ছে ওয়ালটনের প্যাভিলিয়ন। যাতে বিগত বছরগুলোর মত এবারো থাকবে অত্যাধুনিক ও সুপরিসর লিফট।

সূত্রমতে, বিগত ১১ বছর ধরে বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাট দাতার খেতাব পেয়ে আসছে ওয়ালটন। এ ছাড়াও,  অসংখ্য সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন পুরস্কারও পেয়েছে ওয়ালটন।




রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ