ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কমেছে সবজির দাম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে ১০ থেকে ২৫ টাকা।

শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শীতের প্রোকপ কমলেও কাঁচাবাজারে শীতের সবজি পর্যাপ্ত পরিমাণে থাকায় দাম কিছুটা কমেছে।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা,  পেঁপে ১০ টাকা কমে ২৫ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, দেশি টমেটো ১০ টাকা কমে ২০ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৮০ টাকা, মূলা ২০ টাকা, আলু ২০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ২৫ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পেঁয়াজ পাতা এক আঁটি ১৫ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া এক আঁটি লাল শাক ১৫ টাকা ও ধনিয়াপাতা ৪০ টাকা।

প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা কেজি, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৮/হাসিবুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়