ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বর্ণের দাম ভরিতে ১৩০০ টাকা কমেছে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বর্ণের দাম ভরিতে ১৩০০ টাকা কমেছে

নিজস্ব প্রতিবেদক : প্রায় দেড় মাস পর দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ মানের স্বর্ণের দর এবার কমানো হয়েছে প্রায় এক হাজার ৩০০ টাকা। আগামীকাল সোমবার থেকে এই নতুন দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) রোববার এ তথ্য জানিয়েছে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫০ হাজার ৯৫৪ টাকা। আজ পর্যন্ত যা বাজারে বিক্রি হচ্ছে ৫২ হাজার ২৩৬ টাকা।

আর ২১ ক্যারেটের ভরি হবে ৪৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২৬ হাজার ৪০৯ টাকা।

রোববার পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ৪৯ হাজার ৯২১ টাকায়, ১৮ ক্যারেটের ৪৪ হাজার ৬৫৭ টাকা এবং সনাতন  পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ২৭ হাজার ৪০০ টাকায়।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস দর কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন দর সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৫ জানুয়ারি বাজুস ভালো মানের স্বর্ণ ৫০ হাজার ৭৩৮ টাকা থেকে দেড় হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়