ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘরের মাঠে বসুন্ধরা ও মুক্তিযোদ্ধার জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরের মাঠে বসুন্ধরা ও মুক্তিযোদ্ধার জয়

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ বুধবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ঘরের মাঠ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ তারা ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। আর বসুন্ধরা কিংস তাদের ঘরের মাঠ নীলফামারির শেখ কামাল স্টেডিয়ামে একই ব্যবধানে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে হারিয়েছে।

গোপালগঞ্জে বুধবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জয়ে হ্যাটট্রিক করেছেন দলটির আইভোরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামুসা। ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। বিরতির পর ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান দ্বিগুণ করেন ফামুসা। আর ম্যাচের অন্তিম মুহূর্তে (৮৯ মি.) হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৩-০ ব্যবধানের জয় উপহার দেন। এটা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক।



মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র তাদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল। ফিরতি ম্যাচেই তারা জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হার মানল ৩-০ ব্যবধানে।

এদিকে নীলফামারিতে আবাহনীর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছে নবাগত বসুন্ধরা কিংস। অবশ্য আবাহনীর জালের নাগাল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪৫+২ মিনিট পর্যন্ত। এ সময় নাসির উদ্দিন চৌধুরী গোল করে এগিয়ে নেন দলকে। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় ওয়ালটন স্বাধীনতা কাপের শিরোপা জয়ী দলটি। বিরতি থেকে ফিরে এসে ৯ মিনিটের ব্যবধানে আরো দুটি গোল করে তারা। ম্যাচের ৬০ মিনিটে মতিন মিয়া ব্যবধান বাড়ান। আর ৬৯ মিনিটে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলে আসা তারকা ড্যানিয়েল কলিনদ্রেস গোল করেন। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বাকি সময়ে অবশ্য আবাহনী যেমন ব্যবধান কমাতে পারেনি, তেমনি বসুন্ধরা কিংসও পারেনি ব্যবধান বাড়াতে।



আবাহনী তাদের প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচেই তারা হারের তিক্ত স্বাদ নিল।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়