ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত সেকেন্ডেই গোল!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৪, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত সেকেন্ডেই গোল!

গোলের পর শেন লং

ক্রীড়া ডেস্ক : রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজালেন। কিক অফের পর বল গেল ওয়াটফোর্ডের ডিফেন্ডার ক্রেইগ ক্যাথকার্টের কাছে। ক্লিয়ার করতে গিয়েও পারলেন না তিনি, বল লাগল এগিয়ে আসা সাউদাম্পটনের ফরোয়ার্ড শেন লংয়ের গায়ে। তিনি বলটা নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে গিয়ে গোলরক্ষক বেন ফস্টারের মাথার ওপর দিয়ে পাঠালেন জালে। তার নাম উঠে গেল ইতিহাসে।

প্রিমিয়ার লিগে মঙ্গলবার লংয়ের গোলটা এসেছে ম্যাচের মাত্র ৭.৬৯ সেকেন্ডে। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড এখন এটিই। লং ভেঙে দিয়েছেন টটেনহামের প্রাক্তন ডিফেন্ডার লেডলি কিংয়ের ১৯ বছরের পুরোনো রেকর্ড। ২০০০ সালের ডিসেম্বরে ব্রাডফোর্ডের বিপক্ষে কিং গোল করেছিলেন ৯.৮২ সেকেন্ডে।

সাউদাম্পটন-ওয়ার্টফোর্ড ম্যাচে গোল হয়েছে মোট দুটি। মজার ব্যাপার, লং যেমন ম্যাচের প্রথম মিনিটে গোল করেছেন, ওয়াটফোর্ডের আন্দ্রে গ্যারি সেটি শোধ করেছেন ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে, মানে ৯০ মিনিটে!



দ্রুততম গোলের রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত হলেও ম্যাচ জিততে না পারায় তাই হতাশ লং, ‘কোচ আমাদের বলেছিল যত দ্রুত সম্ভব গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে। ১০০ বারের মধ্যে ৯৯ বারই অমন ক্লিয়ারেন্স আপনি ঠেকাতে পারবেন না। তবে আমি পেরেছি। বেন দুর্দান্ত কিপার, তাকেও এভাবে বোকা বানানো কঠিন। তবে তিন পয়েন্ট না পাওয়ায় আমি হতাশ।’

প্রিমিয়ার লিগের দ্রুততম ১০ গোল:

সময়

খেলোয়াড়

ম্যাচ

মৌসুম

০৭.৬৯

শেন লং

সাউদাম্পটন-ওয়াটফোর্ড

২০১৮-১৯

০৯.৮২

লেডলি কিং

টটেনহাম-ব্রাডফোর্ড

২০০০-০১

১০.৫২

অ্যালান শিয়েরার

নিউক্যাসল-ম্যানসিটি

২০০২-০৩

১০.৫৪

ক্রিস্টিয়ান এরিকসেন

টটেনহাম-ম্যানইউ

২০১৭-১৮

১১.৯০

মার্ক ভিদুকা

লিডস-চার্লটন

২০০০-০১

১২.১৬

ডোইট ইয়র্ক

অ্যাস্টন ভিলা- কভেন্ট্রি

১৯৯৫-৯৬

১২.৯৪

ক্রিস সুটন

ব্ল্যাকবার্ন-এভারটন

১৯৯৪-৯৫

১৩.৪৮

কেভিন নোলান

বোল্টন-ব্ল্যাকবার্ন

২০০৩-০৪

১৩.৫২

জেমস বেটিয়ে

সাউদাম্পটন-চেলসি

২০০৪-০৫

১৩.৬৪

আসমির বেগোভিচ

স্টোক-সাউদাম্পটন

২০১২-১৩




রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়