ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তাজিকিস্তানকে জিততে দেয়নি বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাজিকিস্তানকে জিততে দেয়নি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী তাজিকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ‘বি’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটিকে জিততে দেয়নি বাংলাদেশের যুবারা। তাদের ঘরের মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। এই ড্রয়ের ফলে টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি হল বাংলাদেশের।

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে আরো রয়েছে উজবেকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আজ দিনের অপর ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। অবশ্য মালদ্বীপ ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ৬ নভেম্বর তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। আর ৮ নভেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।



রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়