ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তৃতীয় দিনের নাটক, টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৪, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয় দিনের নাটক, টেলিফিল্ম

প্রেম বড় মধুর নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক, টেলিফিল্ম। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত টেলিফিল্ম: ব্যাচ ২৭। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: অপূর্ব, মিথিলা, অপর্ণা, আনন্দ খালিদ, মিলি বাশার, আঁখি, মাসুম বাশার প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে রূপকথার গল্প: ডালিমকুমার (পর্ব-৩)। চিত্রনাট্য ও পরিকল্পনা: এস এম সালাহউদ্দিন। পরিচালনা: এ আর বেলাল। পর্ব পরিচালনা: এটিএম মাকসুদুল হক। অভিনয়ে: তানজিন তিশা, তানভীর খান, অভীক রায়হান, তন্ময়, শিলা, পলাশ, তানিয়া প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক একটি পারিবারিক প্রেম কাহিনি পর্ব-৩। রচনা: মারুফ রেহমান। পরিচালনা: মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মলি জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে আল্টিমেটাম (পর্ব-৩)। রচনা ও পরিচালনা: মাসুদ সেজান। অভিনয়ে: আরফান নিশো, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, সুষমা সরকার, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসেইন, সিফাত সাহরীন প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে নাটক: দেয়ালের ওপারে। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: পূর্ণিমা, ইন্তেখাব দিনার, জোভান প্রমূখ।

রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক: মেঘ নীল। রচনা: মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা: আরিফ এ আহনাফ। অভিনয়ে: রিয়াজ, শার্লিন ফারজানা, আশিক মুনির, রয়া প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন
অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত চলচ্চিত্র আয়নাবাজির ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। সাতটি গল্প নিয়ে ঈদের সাত দিন প্রচারিত হবে সাতটি নাটক। এর মধ্যে ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে আশফাক নিপুণ পরিচালিত ‘দ্বন্দ্ব সমাস’। নাটকটি রাত ৮টায় প্রচারিত হবে।

রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক মার্গারেট চন্ডিকথক।  দয়াল সাহার রচনায় এটি পরিচালনা করেছেন এম আই জুয়েল। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বৃষ্টি প্রমুখ।

এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৪০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নসু ভিলেন’ (পর্ব-৩) রচনা : বৃন্দাবন দাস, পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে : চঞ্চল চৌধুরী, আখম হাসান, শখ, তানজিকা, আরফান, শাহনাজ খুশী প্রমুখ। রাত ৮টা ১৫মিনিটে প্রচারিত হবে খণ্ড নাটক ‘চুটকি ভান্ডার’ (পর্ব-৩) পরিচালনা : শামীম জামান। অভিনয়ে : সাজু খাদেম, ইশানা, আখম হাসান, আলভী, শামীম জামান, অহনা, অরিণ, অর্ষা, প্রমুখ। রাত ১১টা ৪৫মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘রং পেন্সিল’, রচনা: দয়াল সাহা, পরিচালনা: আবু হায়াত মাহমুদ।

রাত ৮টা ৫০মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘প্রেম বড় মধুর’ রচনা: মেজবাহ উদ্দীন সুমন, পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: তারিন, নাসিম, প্রাণ রায়, আদিবা, সিরাজ, বিনয় ভদ্র, অপু প্রমুখ।

চ্যানেল নাইন
বিকাল ৫টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘রসিয়া’। টেলিফিল্মটি  পরিচালনা করেছেন-চয়নিকা চৌধুরী। অভিনয় করেছে- রিচি সোলায়মান, আনিসুর রহমান মিলন, নাজিরা মৌসহ আরো অনেকে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে একক নাটক ‘শ্যাওলা ধরা পরে’।  পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে: জাহিদ হাসান, বিজরী প্রমুখ।  রাত ৯টায় প্রচারিত হবে একক  নাটক ‘যে শহরে ভালোবাসা হলুদ গল্প হয়’। পরিচালনা করেছেন- নুজহাত আলভী। অভিনয়ে: সজল, কেয়া, ভাবনা  প্রমুখ।

দেশ টেলিভিশন
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক মধ্য বিত্তনামা। রচনা: মেহরাব জাহিদ। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: মোশাররফ করিম, ফারুক আহমেদ, অশোক ব্যাপারী, জেনী, প্রিয়া আমান, মিম চৌধুরী ও অনেকে।

সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক লজ্জাবতী লায়লা এবার অভিনেত্রী লায়লা।  রচনা: মাসুম শাহরিয়ার। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: তিশা, চঞ্চল চৌধুরী, সুজাতশিমুল, শাহেদ আলীসুজন, রাশেদ মামুন অপু, নীলা ইসরাফিল, তানজিকা, ইভানা শহীদুল্লাহ সবুজ ও অন্যান্য।

সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক: নিকট অজানা। রচনা ও পরিচালনা: তানহা জাফরিন। অভিনয়ে: মুস্তফা মনোয়ার, রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক: নেতা ভার্সেস অভিনেতা। রচনা ও পরিচালনায়: গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: নিলয়, শতাব্দী ওয়াদুদ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/শান্ত/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়