ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সৈয়দ আব্দুল হাদী কন্যার ‘মনের দোসর’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৈয়দ আব্দুল হাদী কন্যার ‘মনের দোসর’

তনিমা হাদী

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তী সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তার কন্যা তনিমা হাদী ২০০২ সালে আইয়ুব বাচ্চুর কথা-সুর-সংগীতে ‘এই কি জীবন’ নামে অ্যালবামের মাধ্যমে সুরের ভুবনে অভিষেক হয়। ঈদুল আজহা উপলক্ষে এবার প্রকাশিত হয়েছে ‘মনের দোসর’ শিরোনামে নতুন গানের ভিডিও।  

‘মনের দোসর যদি না হও তুমি/প্রাণের দোসর হওগো আমার/জীবনের প্রতি বাঁকে এলে গো যদি/আমাতে জড়িয়ে যেতে এসো না আবার’ — এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন আল আমিন, সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। ২০ আগস্ট বাংলা ঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন গান নিয়ে তনিমা বলেন, ‘এটি এ সময়ের গান, খুব যত্ন নিযে তৈরি করা হয়েছে। গানটি শুনলে ও ভিডিও দেখলে সবাই তা বুঝতে পারবেন। আশা করছি, আমার অ্যালবামের মতো নতুন গানটিও শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’

বাংলা ঢোলের উদ্যোগে নতুন এ গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন শিবলী নোমান ও সুস্মিতা সিনহা।

দেখুন : ‘মনের দোসর’ গানের ভিডিও 




রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়