ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আবারো মঞ্চে প্রাচ্যনাটের যুগল প্রযোজনা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো মঞ্চে প্রাচ্যনাটের যুগল প্রযোজনা

বিনোদন ডেস্ক : ঢাকার প্রথম সারির নাটকের দল প্রাচ্যনাট।  দীর্ঘ পাঁচ বছর পর গত ২১ সেপ্টেম্বর মঞ্চস্থ হয়  প্রাচ্যনাটের যুগল প্রযোজনা ‘কেরামতনামা’ ও ‘বায়োস্কোপ’।  আজ মঙ্গলবার সন্ধ্যা  ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আবারো মঞ্চস্থ হবে এই দুটি প্রযোজনা। নাটক দুটির তত্ত্বাবধায়নে রয়েছেন প্রাচ্যনাটের অন্যতম সদস্য কাজী তৌফিকুল ইসলাম ইমন।

এ প্রসঙ্গে কাজী তৌফিকুল ইসলাম ইমন রাইজিংবিডিকে বলেন, ‘‘আমাদের গ্রুপের সদস্য রিঙ্কন শিকদার। ও মারা গেছে। ‘কেরামতনামা’ নাটকটি ওরই রচনা। এ নাটকের গল্পটা আখ্যান টাইপের। ওর কিছু ভাবনা ছিল যা নিয়ে নাটকটি ও রচনা করে। ‘কেরামতনামা’ নাটকটি ইন হাউস প্রোডাকশন। এ নাটকটি অডিটোরিয়ামে প্রদর্শনের পরিকল্পনা ছিল না। মাত্র দুইবার শো হয়েছে। এর মধ্যে একটি শো গ্রুপের মধ্যে করেছি। আর ‘বায়োস্কোপ’ নাটকটি স্যাটায়ার ধর্মী।’’

তিনি আরো বলেন, ‘বর্তমানে আমাদের থিয়েটার সবকিছুর প্রতাপে কোণঠাসা হতে হতে মুমূর্ষু অবস্থায় পৌঁছেছে। মিলনায়তন বরাদ্দের উপর নির্ভর করে আমাদের থিয়েটার চর্চা, মাসে একদিন মিলনায়তন বরাদ্দ হলে– দুটো মহড়া আর একদিন প্রদর্শনী। অবস্থা যদি এমন হয়  তা হলে একজন নাট্যকর্মী তার চর্চা কীভাবে চালাবে? এত কিছু জেনেও যারা থিয়েটারে নাম লেখায়, নানা হাতছানি উপেক্ষা করে থিয়েটার নিয়ে মাততে চায়, তাদের এই সময়টুকু আনন্দময় এবং আত্মবিশ্বাসী করার জন্য আমাদের এই আয়োজন।’

‘কেরামতনামা’ নাটকটি রচনা, নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন রিঙ্কন শিকদার। আলোক পরিকল্পনায় রয়েছেন রিপন। সংগীত পরিচালনায়  নোবেল। গান গেয়েছেন শান্তা, জবা, জয়িতা, সৌরভ, জার্নাল, ফারহিন, অপি। প্রযোজনা অধিকর্তা মো. আসাদুজ্জামান সুমন। ‘বায়োস্কোপ’ নাটকটির ভাবনা, বিন্যাস, নির্দেশনায় রয়েছেন সাইফুল ইসলাম জার্নাল ও মনিরুল ইসলাম রুবেল। সংগীতে রয়েছেন জেম,  নোবেল, শরিফ, কলি। আলোক পরিকল্পনায় রফিক ও জাহাঙ্গীর। কোরিওগ্রাফি করেছেন কলি।

 


রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়