ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চার দিনেই ২০০ কোটি

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার দিনেই ২০০ কোটি

সিক্রেট সুপারস্টার সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে চীনে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ও প্রযোজিত সিনেমা সিক্রেট সুপারস্টার। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এটি।

সিক্রেট সুপারস্টার প্রযোজনা করেছেন আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। মাত্র ১৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা ভারতীয় বক্স অফিসে ১১০ কোটি রুপি আয় করে। কিন্তু গত শুক্রবার চীনে মুক্তির পর মাত্র দুই দিনে একশ কোটি এবং চার দিনে দুইশ কোটির মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এ তথ্য জানিয়েছেন। 

ইনস্টাগ্রামে তরুণ আদর্শ লিখেছেন, ‘সোমবারেও চীনে সিক্রেট সুপারস্টার সিনেমার আয় অসাধারণ। ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। শুক্রবার ৬.৮৯ মিলিয়ন মার্কির ডলার, শনিবার ১০.৫৪ মিলিয়ন মার্কিন ডলার, রোববার ৯. ৮৭ মিলিয়ন মার্কিন ডলার, সোমবার ৪.৯৭ মিলিয়ন মার্কিন ডলার। সবমিলিয়ে ৩২.৮৭ মিলিয়ন মার্কিন ডলার (২০৫.৯৯ কোটি রুপি)।’

গত বছর চীনে মুক্তি পায় আমিরের দঙ্গল। প্রথম তিন দিনে এটি আয় করেছিল ৮০ কোটি রুপি। পরবর্তী সময়ে এর মোট আয় দাঁড়ায় ১২০০ কোটি রুপি। তবে সিক্রেট সুপারস্টার সিনেমাটি দঙ্গল’র রেকর্ড অতিক্রম করতে পারবে না বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। কারণ সামনেই আসছে চীনা নববর্ষ। এটি উপলক্ষে স্থানীয় সিনেমা মুক্তি পাবে। এ কারণে সিনেমাটি দর্শক টানতে সমর্থ্য হবে না বলে মনে করছেন তারা।

সিক্রেট সুপারস্টার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দঙ্গল সিনেমাখ্যাত জাইরা ওয়াসিম। এ ছাড়াও অভিনয় করেছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/মারুফ/শান্ত 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়