ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে থাকতে চান মালিঙ্গা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে থাকতে চান মালিঙ্গা

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশে চলমান সফরে শ্রীলঙ্কা দলে নেই লাসিথ মালিঙ্গা। এছাড়া গত মাসে আইপিএলের নিলামেও বিক্রি হননি ৩৪ বছর বয়সি এ পেসার। তবে আইপিএলর দল মুম্বাই ইন্ডিয়ান্স বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে তাকে। সম্প্রতি দলে ডাক না পেলেও নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন মালিঙ্গা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে মালিঙ্গা বলেন, ‘আমি নিশ্চিত নই ভবিষ্যতে কতদূর খেলা চালিয়ে যেতে পারবো। এই মুহূর্তে আমি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলার কথা ভাবছি। এখানে খেলে আমি আমার ইনজুরির অবস্থা পর্যবেক্ষণ করতে চাই। তবে আমি কোনো বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।‘

দীর্ঘ ক্যারিয়ারে নিজের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে চান মালিঙ্গা। এ প্রসঙ্গে লঙ্কান এ পেসার বলেন, ‘আমি ক্রিকেট থেকে অনেক কিছু শিখেছি। এছাড়া পুরো ক্যারিয়ারে বোলিং থেকেও শিখেছি। দলের তরুণ খেলোয়াড়দের কাছে এগুলো তুলে ধরতে পারাটা দারুণ সুযোগ হতে পারে। আইপিএলে আমি জাসপ্রিত বুমরার সঙ্গে কিছুটা শেয়ার করতে পেরেছি। শ্রীলঙ্কা দল চাইলে আমি দলের ভবিষ্যত প্রজন্মের বোলারদের সাহায্য করতে পারি।’

আগামী বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে মালিঙ্গা বলেন, ‘আমি জানি না ইনজুরি নিয়ে কতদূর যেতে পারবো। আগামী শ্রীলঙ্কার বিশ্বকাপে দলে থাকতে পারবো কিনা সেটাও জানি না। তবে একজন পরামর্শক হিসেবেও ওই দলে থাকতে পারলে আমি খুশি হবো।’




রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়