ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাম পরিবর্তন প্রসঙ্গে নীরবতা ভাঙলেন সোনম

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাম পরিবর্তন প্রসঙ্গে নীরবতা ভাঙলেন সোনম

আনন্দ আহুজা ও সোনম কাপুর

বিনোদন ডেস্ক : অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ৮ মে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এর কয়েক ঘণ্টা পরেই ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করে সোনম কাপুর আহুজা করেন এই অভিনেত্রী। এরপর থেকেই তার ভক্তদের মনে জেগেছে নানা প্রশ্ন। নারীবাদী বিশ্বাস থেকে সরে এসেছেন কিনা সামাজিকযোগাযোগ মাধ্যমে তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

অবশেষে নাম পরিবর্তন প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন সোনম। এ অভিনেত্রী বলেন, ‘নাম পরিবর্তন করেছি মানে এই নয় আমার মধ্যে থেকে নারীবাদী মনোভাব চলে যাবে। কাপুরও আমার বাবার নাম, একজন পুরুষের নাম। আমি দুটি পরিচয়ই রাখতে চাই। এটা আমার ব্যক্তিগত পছন্দ।’

বিয়ের পরপরই কান চলচ্চিত্র উৎসবে হাজির হন সোনম। গত কয়েক বছর ধরে এ উৎসবে নিয়মিত হাজির হচ্ছেন এই অভিনেত্রী। এবার তিনি মেহেদি রাঙানো হাতেই দ্যুতি ছড়ান লাল গালিচায়। রাফ অ্যান্ড রুশোর ডিজাইন করা পোশাকে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। তার পোশাক নিয়ে স্বামী আনন্দ আহুজার মন্তব্য জানতে চাওয়া হলে সোনম বলেন, ‘আমি যা পরি সবই আনন্দ পছন্দ করে। আমি সব সময় সেই পোশাকটাই পরি যেটি আমার ইচ্ছে হয়। অন্য কে কি মনে করছে এই চিন্তা আমার কখনোই হয় না।’

গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডন পারি জমানোর চিন্তা করছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত দুই বছর ধরেই আমি মুম্বাই-লন্ডন যাতায়াত করছি। মনে হয় কেউ এখনো বিষয়টি খেয়াল করেনি। আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। গত দুই বছর ধরে যেভাবে চলছে তেমনি চলবে।’

বিয়ের পর কাজ চালিয়ে যাওয়া প্রসঙ্গে নীরজা অভিনেত্রী বলেন, ‘কাজল ও ডিম্পল কাবাডিয়া বিয়ের পর কাজ করেছেন। মাধুরী দীক্ষিত দেবদাস সিনেমা করেছেন। অনেক অভিনেত্রীই বিয়ের পর কাজ করেছেন তবুও বিষয়টি নিয়ে এখনো অস্পষ্টতা রয়েই গেছে। আমি একটি দৃষ্টান্ত তৈরি করার জন্য বিয়ের পর সরাসরি কাজে এসেছি। কাজ করার ব্যাপারে নারীদের পছন্দের গুরুত্ব থাকা উচিৎ। বিয়ের পরও জীবন একই রকম থাকে। বিয়ের পর জীবন পাল্টে যায় নারীদের এই চিন্তা দূর করতে হবে। এতে পুরুষদের জীবনের কোনো পরিবর্তন হয় না তাহলে নারীদের ক্ষেত্রে কেন হবে?’



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৮/মারুফ/ফিরোজ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়