ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সন্তানের অবহেলায় বৃদ্ধাশ্রমেই অভিনেত্রীর মৃত্যু

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্তানের অবহেলায় বৃদ্ধাশ্রমেই অভিনেত্রীর মৃত্যু

গীতা কাপুর

বিনোদন ডেস্ক : চলে গেলেন ভারতীয় অভিনেত্রী গীতা কাপুর। আজ শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেত্রী।

পাকিজা, রাজিয়া সুলতানা –এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন গীতা কাপুর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭ বছর। মুম্বাইয়ের একটি বৃদ্ধাশ্রমে তার মৃত্যু হয়। নির্মাতা অশোক পণ্ডিতের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

অশোক পণ্ডিত বলেন, ‘গীতাজি অবশেষে চলে গেলেন। আমরা তার যথাযথ সেবা করার চেষ্টা করেছি, কিন্তু তিনি শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিলেন। গত এক বছর তিনি তার সন্তানদের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু কেউ তার সঙ্গে দেখা করতে আসেনি। গত শনিবার তাকে খুশি করতে আমরা ঘটা করে সকালের নাস্তার আয়োজন করি, তিনিও এতে রাজি ছিলেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি খুশি ছিলেন না। তিনি তার সন্তানদের শেষবারের মতো দেখতে চাইতেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, বয়সের কারণে তিনি সুস্থ ছিলেন না। আজ আনুমানিক সকাল ৯টায় তার মৃত্যু হয়।’

এছাড়া মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ নির্মাতা লিখেছেন, ‘অভিনেত্রী গীতা কাপুরের মরহেদের পাশে দাঁড়িয়ে আছি, যাকে তার সন্তানরা এক বছর আগে হাসপাতালে ফেলে গিয়েছিলেন। আজ সকালে মুম্বাইয়ের সুবুরবান বৃদ্ধাশ্রমে তার মৃত্যু হয়েছে। আমরা তাকে সুস্থ রাখার চেষ্টা করেছি। কিন্তু সন্তানদের চিন্তা তাকে দিন দিন দুর্বল করে ফেলে।’

অন্য আরেক টুইটে তিনি লেখেন, ‘তার মৃতদেহ কুপার হাসপাতালে হিমঘরে দুইদিন রাখা হবে। অন্তত তার সন্তানেরা শেষকৃত্য করতে আসবে এই আশায়। না হলে আমরা যথাযথ মর্যাদায় তাকে বিদায় জানানোর ব্যবস্থা করব।’




রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়